রাশিয়া ৩ : মিশর ১
রস্তভ বন স্টেডিয়ামে বিমান নামার আগে তার একটা ইঞ্জিনে আগুন লেগে যায়। কেঁপে যায় সৌদি আরব ফুটবল দলটাই। শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই নেমে আসেন সৌদিরা। এবং তাঁদের মিডফিল্ডার বলে যান, রাশিয়া ম্যাচের মতোই এই বিমান বিভ্রাটের আতঙ্কও তাঁরা কাটিয়ে উঠেছেন। এটা মঙ্গলবার বিকেলের ঘটনা।
আতঙ্কিত উরুগুয়ে কোচ অস্কার তাবারেসও। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ জিতলেও তাঁর চিন্তা লুইস সুয়ারেস আর এডিনসন কাভানিকে নিয়ে। কারণ দু’জনই মিশরের বিরুদ্ধে গোল করতে পারেননি। সুয়ারেস সে দিন চারটি শট মারেন গোলে। তার একটা আবার মাত্র পাঁচ গজ দূর থেকে বাইরে মারেন। কম যাননি কাভানিও। অবশ্য তাঁর একটা শট পোস্টে লেগে ফিরে আসে। আর দু’বার গোলের বল সাজিয়ে দেন সুয়ারেসকে। সে দিন ৮৯ মিনিটে জোসে খিমিনেস হেডে গোল না করলে বড় বিপদে পড়ত উরুগুয়ে। এখনই কম সমালোচনা হচ্ছে না সুয়ারেসদের। আর মিশর তাদের আটকে দিলে? নিশ্চিত ভাবেই আরও চাপে পড়ে যেতেন তাঁরা।