Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Indian wrestler

জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কুস্তিগীরের

মৃত্যুর কারণ হিসেবে স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে এই কুস্তিগীরের। তখন স্টেডিয়ামের জল পরিষ্কার করতে পাম্প চালাচ্ছিলেন তিনি। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বিদ্যুতের তার জলে লেগে থাকায় এই ঘটনা ঘটে।’’

কুস্তিগীর বিশাল কুমার বর্মা। —নিজস্ব চিত্র।

কুস্তিগীর বিশাল কুমার বর্মা। —নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ১৮:৪৩
Share: Save:

অনুশীলন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কুস্তিগীরের।

রাঁচীতে বুধবার সকালের ঘটনা। প্রতিদিনের মতো অনুশীলন করতে জয়পাল সিংহ স্টেডিয়ামের ইন্ডোরে গিয়েছিলেন ২৫ বছরের কুস্তিগীর বিশাল কুমার বর্মা। সেখানে ঝাড়খণ্ড রেসলিং অ্যাসোসিয়েশনের অফিস। ১৯৭৮এ তৈরি হওয়া এই স্টেডিয়ামের ভিতরে প্রবল বৃষ্টিতে জল জমে রয়েছে বেশ কয়েকদিন যাবত। হাঁটু জলে দাঁড়িয়েই লাইটের সুইচ দিতে গিয়েছিলেন বিশাল। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অ্যাসোসিয়েশনের সচিব ভালানাথ সিংহ বলেন, ‘‘জাতীয় রেসলিং চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিল বিশাল।’’

আরও পড়ুন

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী জাতীয় হকি দলের জ্যোতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান নাজম শেঠী

মৃত্যুর কারণ হিসেবে স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে, ‘‘বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে এই কুস্তিগীরের। তখন স্টেডিয়ামের জল পরিষ্কার করতে পাম্প চালাচ্ছিলেন তিনি। বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বিদ্যুতের তার জলে লেগে থাকায় এই ঘটনা ঘটে।’’ ঝাড়খণ্ড ইলেকট্রিক সাপ্লাইয়ের জেনারেল ম্যানেজার গনেশ ঝা বলেন, ‘‘আমাদের তরফে ইঞ্জিনিয়ার পাঠানো হয়েছিল দূর্ঘটনার জায়গায়। সেখানে আমাদের তরফে কোনও ভুল ছিল না।’’

দেখুন ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE