Advertisement
২৪ এপ্রিল ২০২৪

পাঠানের ব্যাটেই কেকেআরের ইডেন জয়

ডাকওয়র্থ-লুইসের নয়া নিয়মে বেশ সহজ হয়ে যায় কেকেআরের রান তাড়া করার কাজটা। আর পাঠানের সুপার ফর্মের জেরে মাত্র ৫ ওভারেই পুরো পয়েন্ট ঘরে তুলে নিল কেকেআর।

শেষ আপডেট: ১৪ মে ২০১৬ ১৯:৩৮
Share: Save:

বৃষ্টিভেজা ইডেনে কঠিন টার্গেট ছিল না। তা সত্ত্বেও আশঙ্কা ছিল অনেকটাই। ইডেনে হোম অ্যাডভান্টেজ থাকলেও শনিবার শুরু থেকে একফোঁটাও স্বস্তিতে ছিল না গৌতম গম্ভীরের টিম। এই ইডেনেই গত তিনটে ম্যাচের দু’টিতেই হারের মুখে পড়েছে কেকেআর। যদিও কেকেআর অধিয়ানক জানিয়েছেন, গত ম্যাচে গুজরাত লায়ন্সের কাছে হারের পর গোটা টিমটাই মুখিয়ে রয়েছে ভাল ফলের জন্য। তবে প্লে অফে যাওয়ার লক্ষ্যে যেন শুরু থেকেই মুখিয়ে ছিল কেকেআর। লিগ টেবলের নীচে থাকলেও পুণের কাছে এ দিনের ম্যাচ ছিল নিজেদের সম্মান রক্ষার। কিন্তু এ দিনের পরীক্ষায় ধোনি নন, লেটার মার্কস নিয়ে পাশ করলেন গৌতম গম্ভীর। শুরু থেকেই আক্রমণাত্মক খেলে পুণের ব্যাটসম্যানদের বেঁধে ফেলেন কেকেআর বোলাররা। তবে মাঝখানে ছন্দপতন হল বোধহয় বৃষ্টিতে। ডাকওয়র্থ-লুইসের নয়া নিয়মে অবশ্য বেশ সহজ হয়ে যায় কেকেআরের রান তাড়া করার কাজটা। আর পাঠানের সুপার ফর্মের জেরে মাত্র ৫ ওভারেই পুরো পয়েন্ট ঘরে তুলে নিল কেকেআর। এ দিনের জয়ের পর লিগ টেবলে দু’নম্বরে উঠে এল গৌতম গম্ভীরের দল।

৫ ওভারেই জয়ের রান তুলে নিল কেকেআর।

জয়ের রান এল পাঠানের ব্যাট দিয়েই। বা বলা ভাল বাই রানের মধ্যে দিয়ে।

স্ট্রাইক নিচ্ছেন পাঠান।

স্কোর সমান-সমান।

এ বার সিঙ্গলসের দিকেই মন দিয়েছেন কেকেআর ব্যাটসম্যানেরা।

৫০ রানের পার্টনারশিপ মণীশ ও পাঠানের।

অ্যাডাম জাম্পার হাতে বল তুলে দিলেন ধোনি।

৪ ওভারের শেষে কেকেআরের রান ৫৭-২।

দু’বল যেতে না যেতেই ছয় মারলেন পাঠান।

চতুর্থ ওভারের মাঝেই ফের চার। এ বারও ব্যাটসম্যান পাঠান।

এ বার বল হাতে মুরুগান অশ্বিন।

স্লো টার্নারেও অশ্বিনকে নাকানিচোবানি খাওয়াচ্ছেন পাঠান।

ফের চার পাঠানের।

চার! অশ্বিনকে স্লগ সুইপ পাঠানের।

ছয়! পাঠানের ছক্কা।

পরের বলে মণীশের ১ রান।

লেগ বাই ১ রান নিলেন পাঠান।

তৃতীয় ওভারের প্রথম বলেই অশ্বিনকে তুলে ছয় মারলেন পাঠান।

দু’ওভারের শেষে কেকেআরের রান ২২।

পরের বল বাউন্ডারিতে পাঠালেন মণীশ।

হাত খুলছেন মণীশ পাণ্ডেও। নিলেন ২ রান।

থার্ড ম্যান দিয়ে ১ রান পাঠানের।

চার! কভার দিয়ে পাঠানের চার।

দ্বিতীয় ওভারে বল হাতে এ বার অশোক দিন্দা।

ইংনিংসের প্রথম ওভার শেষে কেকেআরের রান ৯-২।

ক্রিজে এলেন ইউসুফ পাঠান।

পরের বলেই গম্ভীরকে ফেরালেন অশ্বিন।

উত্থাপ্পা আউট।

প্রথম ওভারের প্রথম বলেই হাতে বাজিমাত অশ্বিনের।

খেলা শুরু হবে রাত ১১.৪৫-এ।

পুণের চার জন বোলারের প্রত্যেককে ২ ওভার করে বল করতে হবে।

নির্ধারিত ৯ ওভারে পাওয়ার প্লে হবে ৩ ওভারের।

ডাকওয়র্থ-লুইস সিস্টেমে কেকেআরের সামনে এ বার নয়া টার্গেট। জয়ের জন্য ৯ ওভারে করতে হবে ৬৬ রান।

আম্পায়ারদের পরবর্তী মাঠ পরিদর্শন রাত ১১টায়। তখনই জানা যাবে খেলার শুরুর সময়।

বৃষ্টি থামলেও এখনও ম্যাচ শুরুর মতো অবস্থায় নেই ইডেন।

কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে ইডেনের পিচ।

১৭.৪ ওভারে পুণের রান ১০৩-৬।

কেকেআরের সুপার শো-র মধ্যে হঠাৎ ছন্দপতন! বৃষ্টিতে ম্যাচ স্থগিত।

১৭ ওভারের শেষে পুণের রান ১০২-৬।

চাওলার পর পর দু’বলে কোনও রান এল রান অশ্বিনের ব্যাট থেকে।

ক্রিজে এলেন রবিচন্দ্রন অশ্বিন।

১৬.২ ওভারে ১০২-৬।

আউট! পরের বলেই মধুর প্রতিশোধ চাওলার। ফের ছয় মারতে গিয়ে মণীশ পাণ্ডের হাতে ধরা পড়লেন পেরেরা (১৩)।

প্রথম বলেই ছয়। চাওলাকে স্টেপআউট করে বিশাল ছক্কা পেরেরার।

১৬ ওভারের শেষে পুণের রান ৯৬-৫।

মাত্র ২ রান খরচ করে নিজের ওভার শেষ করলেন নারিন।

নারিনের বলে কোনও রান নিতে পারলেন না পেরেরা।

কেকেআরের হয়ে এখনও পর্যন্ত স্পিনাররাই বাজিমাত করছে।

১৫ ওভারের শেষে পুণের রান ৯৪-৫।

এই ওভারে মাত্র ৫ রান দিলেন চাওলা।

চাওলার লেগব্রেক থেকে অল্পের জন্য রক্ষা পেলেন পেরেরা।

১৪ ওভারের শেষে পুণের রান ৮৯-৫।

নারিনের বলে ২ রান নিলেন পেরেরা।

নয়া ব্যাটসম্যান থিসারা পেরেরা।

আউট! ভুল বোঝাবুঝির জেরে উইকেট খোয়ালেন পাঠান (৭)।

বল হাতে এ বার আক্রমণে নারিন।

১৩ ওভারের শেষে পুণের রান ৮৪-৪।

মাত্র ৬ রান উঠল ধোনিদের

চাওলার বলে ২ রান ধোনির।

১২ ওভারের শেষে রান ৭৮-৪।

সিঙ্গলসের উপরেই ভরসা রাখছেন পুণে ব্যাটসম্যানেরা।

১১ ওভারের শেষে পুণের রান ৭৪-৪।

ইডেনের ২২ গজে এ বার পু‌ণে অধিনায়ক ধোনি।

১০.৩ ওভারে পুণের রান ৭৪-৪।

আউট! স্টেপআউট করে বাইরে বেরোতেই বেইলির উইকেট নাড়িয়ে দিলেন উইকেট কিপার।

চাওলার হাতে বল তুলে দিলেন গম্ভীর।

ব্যাট করতে নামলেন ইরফান পাঠান।

রাজপুতের বলে আউট তিওয়ারি (১৩)। উত্থাপ্পাকে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

সপ্তম ওভার

৫৩-২।

সিঙ্গলসের নিয়ে ইনিংস সচল রাখছেন দুই ব্যাটসম্যান।

চার মারলেন বেইলি। পুণে ৫০-২।

বল হাতে অঙ্কিত রাজপুত।

ষষ্ঠ ওভার

৩৭-২।

অনবদ্য চার তিওয়ারির।

পরের বলে ১ রান বেইলির।

শর্ট কভার দিয়ে চার মারলেন বেইলি।

মর্কেলের বলে ১ রান তিওয়ারির।

পঞ্চম ওভার

১৭-২।

পুণের দুর্গ সামলাতে এ বার নামলেন সৌরভ তিওয়ারি।

২৬-২

বাউন্ডারি লাইনে ধরা পড়লেন উসমান খোয়াজা (২১)। প্রথম বলেই উইকেট তুলে নিলেন সাকিব।

বল হাতে এ বার সাকিব আল হাসান।

চতুর্থ ওভার

২৪-১।

মর্কেলের বলে উইকেটের আবেদন খোয়াজার বিরুদ্ধে। আম্পায়ার অনড়। কট বিহান্ডের আবেদন নাকচ।

তৃতীয় ওভার

তিন নম্বরে নামলেন জর্জ বেইলি।

পুণে ১৯-১।

আউট! রাহানের উইকেট ছিটকে দিলেন রাসেল। স্লগ করতে গিয়ে নিজের উইকেট খোয়ালেন রাহানে।

দ্বিতীয় ওভার

১১-০।

মর্নি মর্কেলের প্রথম বলেই চার। মর্কেলের শর্ট বল। ব্যাক ফুটে গিয়ে চার মারলেন খোয়াজা।

প্রথম ওভার

পুণে ৪-০।

পুণের হয়ে ওপেন করছেন ওসমান খোয়াজা। সঙ্গে রয়েছেন আজিঙ্কে রাহানে।

বল হাতে শুরু করলেন কেকেআরের অলরাউন্ডার আন্দ্রে রাসেল।

টস

আর পি সিংহ ও রজত ভাটিয়ার পরিবর্তে পুণে টিমে এসেছেন মুরুগান অশ্বিন এবং ইরফান পাঠান।

ব্র্যাড হগ এবং উমেশ যাদবের বদলে কেকেআর দলে এসেছেন সুনীল নারিন ও অঙ্কিত রাজপুত।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পুণের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl 2016 KKR Pune
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE