Advertisement
২৪ এপ্রিল ২০২৪

অনূর্ধ্ব তেরোর ছেলেমেয়েদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ আটলেটিকো-র

ভারতীয় ফুটবলে নতুন সম্ভাবনা। ফুটবলে নতুন প্রতিভার খোঁজে নেমে পড়তে চলেছে আটলেটিকো দে কলকাতা। ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবলের প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক মানের ফুটবল অ্যাকাডেমির জন্য রাজ্য জুড়ে প্রয়াস চালাবে তারা। যার প্রথম পদক্ষেপ হিসাবে শনিবার সকালে টাকি এরিয়ান্স ক্লাব এবং বিকেলে বসিরহাট স্টেডিয়ামে ‘প্রথম প্রমোশন’ হবে।

নির্মল বসু
বসিরহাট শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৪ ০৩:৫০
Share: Save:

ভারতীয় ফুটবলে নতুন সম্ভাবনা।

ফুটবলে নতুন প্রতিভার খোঁজে নেমে পড়তে চলেছে আটলেটিকো দে কলকাতা। ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবলের প্রশিক্ষণের পাশাপাশি অত্যাধুনিক মানের ফুটবল অ্যাকাডেমির জন্য রাজ্য জুড়ে প্রয়াস চালাবে তারা। যার প্রথম পদক্ষেপ হিসাবে শনিবার সকালে টাকি এরিয়ান্স ক্লাব এবং বিকেলে বসিরহাট স্টেডিয়ামে ‘প্রথম প্রমোশন’ হবে। ওই দিন স্থানীয় প্রশিক্ষকদের সঙ্গে কথা বলতে আসছে একটি দল। অনূর্ধ্ব তেরো বছরের ছেলেমেয়েদের ফুটবল প্রশিক্ষণের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আর বিশদে জানা যাবে বলে জানিয়েছেন প্রখ্যাত ফুটবলার তথা আটলেটিকো দে কলকাতা-র ইউথ ডেভলপমেন্ট গ্রুপের অন্যতম দীপেন্দু বিশ্বাস।

বৃহস্পতিবার দীপেন্দু বলেন, ইউ ডেভলপমেন্ট গ্রুপের কাজ হল, শিশুদের মাঠমুখী করা। ভারতের ফুটবলের উন্নতির পাশাপাশি আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষে অনূর্ধ্ব তেরো বছরের ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে ইউথ ডেভলপমেন্টের তরফে। গ্রুপে আছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অরিন্দম ঘোষ, কৃষ্ণেন্দু রায় এবং দীপেন্দু নিজে। দীপেন্দু জানান, বসিরহাট মহকুমায় ফুটবলের প্রশিক্ষক হিসাবে টাকিতে থাকছেন সমীরণ ব্রহ্ম, তপন ঘোষ, সুবীর ঘোষাল, সুধীর ভৌমিক এবং প্রদীপ মণ্ডল। বসিরহাট স্টেডিয়ামে থাকছেন সমীর বসু, সুভাষ হাজরা, সুজয় মণ্ডল, দেবাশিস কান্ডার ও কার্তিক ভট্টাচার্য। উভয় পক্ষের মধ্যে পরিচয় পর্ব শেষে আটলেটিকো দে কলকাতা-র কর্মকর্তারা তাঁদের পরিকল্পনার কথা জানাবেন। দীপেন্দু জানান, বসিরহাটে দশ জন প্রশিক্ষকের মাথার উপরে ম্যানেজার করে রাখা হয়েছে প্রাক্তন দুই ফুটবলার সুকমল বসু এবং প্রতিম বসুকে। মূলত যাঁরা বসিরহাটের বিভিন্ন এলাকায় ছেলেমেয়েদের ফুটবলের প্রশিক্ষণ দিয়ে থাকেন, তাঁদেরই ডাকা হয়েছে। সঙ্গে ক্লাবগুলিও থাকবে বলে জানান দীপেন্দু। বৃহস্পতিবার বিকেলে ১০ জন প্রশিক্ষক এবং ম্যানেজারদের নিয়ে বৈঠকও হয়েছে বসিরহাটে।

বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকা থেকে নানা সময়ে মিহির বসু, অলোক দাস, দীপেন্দু বিশ্বাস, নাজিমূল হক, নাসির আহমেদ, তপন ঘোষ, পার্থসারথি দে, হাবিবুর রহমান, রেয়াজুল মুস্তাফা-সহ এক ঝাঁক ফুটবলার দেশের বিভিন্ন দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সে জন্যই বসিরহাট আটলেটিকো দি কলকাতা-র প্রথম পছন্দ হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। ইউথ ডেভলপমেন্ট গ্রুপ আগামী নভেম্বর মাসের গোড়ায় প্রশিক্ষণ শুরু করবে বলে দাবি করে দীপেন্দু জানান, ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবল খেলার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় চাইছেন, দেশের ফুটবলের সার্বিক উন্নতি। সে কারণেই আটলেটিকো দে কলকাতা-র প্রধান প্রশিক্ষক হাবাস স্থ্যারের পরিকল্পনা মতো বসিরহাট এবং টাকিতে স্থানীয় প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দেবেন। এ জন্য প্রশিক্ষক এবং ম্যানেজারদের উপযুক্ত বেতন-সহ প্রয়োজনে বিদেশে নিয়ে গিয়ে আরও উন্নত তালিমের ব্যবস্থা করা হতে পারে।

পাশাপাশি, ফুটবলের চরিত্র বদল এবং উন্নত প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের সমস্ত রকম জিনিসপত্র দিয়ে সাহায্য করবে আটলেটিকো দে কলকাতা। দীপেন্দুর দাবি, “আমাদের প্রধান লক্ষ বিশ্বমানের অ্যাকাডেমি তৈরি করে দেশের ফুটবলের উন্নতির সঙ্গে সঙ্গে তাদের বিশ্বের দরবারে তুলে ধরা।

আইএসএলের এমন বৃহত্তর পরিকল্পনার কথা শুনে স্বভাবতই খুশি বসিরহাটের ফুটবল মহল। নিজের শহরের ছেলেমেয়েদের জন্য কিছু করতে পারায় একই রকম খুশি ফুটবলে দেশের প্রতিনিধিত্ব করা দীপেন্দু। তাঁর কথায়, “বিদেশের মতো দেশের ছেলেমেয়েরা যাতে অত্যাধুনিক সরঞ্জামের সুবিধা নিয়ে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পায়, তা হলেই দেশের ফুটবলের উন্নতি সম্ভব। সেই স্বপ্ন পূরণের লক্ষে অনেকটা এগিয়ে যেতে পারায় সত্যিই ভাল লাগছে।”

এ জন্য আটলেটিকো দে কলকাতা দলের অন্যতম মালিক তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ফুটবলার দীপেন্দুর উদ্যোগের প্রশংসা করে প্রশিক্ষক সমীর বসু, ম্যানেজার সুকমল বসুরা বলেন, “ফুটবলের উন্নতির জন্য ভারতবর্ষে আগে কেউ এমন পরিকল্পনা নিয়ে এগিয়ে আসেনি। আগে নিলে সাব জুনিয়ার স্তরের ফুটবলারেরা আরও ভাল খেলতে পারত। আইএসএল যে ভাবে সাব জুনিয়ার স্তরের ফুটবলারদের নিয়ে প্রশিক্ষণের উদ্যোগ করেছে, তা এক কথায় অভাবনীয়। আমাদের দৃঢ় বিশ্বাস, এতে ভারতবর্ষের ফুটবলের অনেক উন্নতি হবে। একই সঙ্গে ছোট বয়স থেকে আধুনিক ফুটবলের প্রশিক্ষণ লাভের সুযোগ পেলে ফুটবলেরাও লাভবান হবেন।”

ভেটারেন্স ফুটবল। প্রখ্যাত প্রাক্তন ফুটবলারদের নিয়ে ‘ভেটারেন্স’ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে টাকি এরিয়ান ক্লাবের বয়স্করা। সম্প্রতি এই প্রতিযোগিতা শুরু হয় বসিরহাট মহকুমা ভেটারেন্স, টাকি এরিয়ান ভেটারেন্স, প্রান্তিক ভেটারেন্স এবং বিরাটি ভেটারেন্সের মধ্যে। নক আউট পর্যায়ের এই প্রতিযোগিতায় বসিরহাট ১-০ ব্যবধানে টাকিকে এবং বিরাটি ৪-১ গোলে প্রান্তিককে পরাজিত করে ফাইনালে উঠেছে। আগামী রবিবার ফাইনাল অনুষ্ঠিত হবে টাকি এরিয়ান্স ক্লাব ময়দানে। টাকি এরিয়ান্স ক্লাব ভেটারেন্স-এর তরফে জানানো হয়, ওই দিন আসবেন প্রখ্যাত ফুটবলার মিহির বসু, নীতিন বন্দ্যোপাধ্যায়, টাকির পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায়, শংকর সিকদার-সহ এক ঝাঁক প্রাক্তন ফুটবলার ও বিশিষ্ট ব্যক্তিরা। জয়ী দলকে ঈশ্বর রেণুবালা সিকদার স্মৃতি ট্রফি দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE