Advertisement
২৬ এপ্রিল ২০২৪
আইপিএল আট

নিলামের দিন ঘোষণা, দুই ফ্র্যাঞ্চাইজি ঘিরে স্টান্স এখনও সেই ধোঁয়াশায়

অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে যে দিন ভারত ছিটকে গেল, সে দিনই আবার আইপিএল আটের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০১৫ ০৩:৩৫
Share: Save:

অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ থেকে যে দিন ভারত ছিটকে গেল, সে দিনই আবার আইপিএল আটের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড।

আগামী ১৬ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে নিলামের আসর বসছে। এ দিন আইপিএল চেয়ারম্যান রঞ্জীব বিসওয়াল এক বিবৃতিতে বলে দিয়েছেন, “২০১৫-র নিলাম দিয়ে আইপিএল আটের প্রস্তুতি শুরু হবে। যা কি না বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের একটা। নিলামও হবে তেমন জমজমাট।” কিন্তু আইপিএল চেয়ারম্যানের বিবৃতির পরেও গভর্নিং কাউন্সিলের কোনও কোনও সদস্যের কাছে পুরো ব্যাপারটা মোটেও পরিষ্কার হচ্ছে না। তাঁরা বুঝতে পারছেন না, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস নিয়ে কী অবস্থান নেওয়া হবে শেষ পর্যন্ত।

সাধারণত নিলামের আগে আইপিএল গভর্নিং কাউন্সিলের একটা বৈঠক ডাকা হয়ে থাকে। যেখানে আইপিএল সংক্রান্ত বিভিন্ন ব্যাপার চূড়ান্ত করা হয়। কিন্তু সেই সভা ডাকার খবর এখনও পর্যন্ত নেই। ঠিক তেমনই সিএসকে এবং রাজস্থান রয়্যালস নিয়ে কী চূড়ান্ত অবস্থান হবে, সেটাও বুঝতে পারছেন না গভর্নিং কাউন্সিলের কোনও কোনও সদস্য। এঁরা আশা করছেন, নিলামের আগে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের কমিটির কাছে যাবেন আইপিএল চেয়ারম্যান। জানতে চাইবেন, সিএসকে এবং রাজস্থান রয়্যালসকে রেখে নিলাম এ বার হবে কি না। কারণ সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিই ঠিক করবে সিএসকে আর রাজস্থান রয়্যালসের ভবিষ্যৎ।

ঠিক তেমনই আইপিএল আটের নিলামে আবার ঠিক হবে যুবরাজ সিংহ এবং কেভিন পিটারসেনের ভবিষ্যৎ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলস যথাক্রমে ছেড়ে দিয়েছে তাদের দুই তারকা প্লেয়ার যুবরাজ এবং পিটারসেনকে। এবং এই দুইয়েরই বেস প্রাইস এ বার সর্বোচ্চ। দু’কোটি টাকা।

কলকাতা নাইট রাইডার্স তারা নিচ্ছে কাউকে? অস্ট্রেলিয়ার বর্ষীয়ান চায়নাম্যান ব্র্যাড হগ গত কাল ভাসিয়ে দিয়েছিলেন যে, কেকেআরের সঙ্গে তাঁর কথাবার্তা চূড়ান্ত। কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের কেউ কেউ আবার ব্যাপারটাকে উড়িয়ে দিলেন। তবে জাক কালিস যেহেতু এ বার থেকে আর ক্রিকেটার হিসেবে টিমের সঙ্গে থাকবেন না, তাই তাঁর জায়গায় কাউকে নেওয়া হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মাসখানেক আগে বলে দিয়েছিলেন, কেকেআরের হয়ে আর খেলবেন না। তবে টিমের সঙ্গে তিনি থাকবেন মেন্টর হিসেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl auction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE