Advertisement
২৩ এপ্রিল ২০২৪

প্রশ্ন ক্লার্ককে নিয়ে, দল ঘোষণা হতেই হুঙ্কার দিচ্ছেন ওয়ার্নার

দেশের মাটিতে বিশ্বকাপ শুরুর এক মাস আগেই হুঙ্কার ছাড়তে শুরু করে দিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ডাকাবুকো মারকুটে ওপেনার দল ঘোষণার পর সোজাসুজি জানিয়ে দিয়েছেন, বিপক্ষের কোনও বোলারকেই ভয় পাওয়া তো দূরের কথা, তাঁদের একবিন্দু রেয়াত করতেও তিনি নারাজ। ওয়ার্নার বলছেন, “বিশ্বকাপে আগ্রাসী মেজাজেই ব্যাট করতে চাই বিপক্ষ বোলারদের উড়িয়ে দিয়ে।” গত বিশ্বকাপে দলে জায়গা হয়নি ওয়ার্নারের। কিন্তু এ বার শুরু হওয়ার আগে থেকেই চনমনে মেজাজে তিনি। বলছেন, “বক্সিং ডে টেস্টে ‘কাউবয়’-এর মতো ব্যাট করলাম।

সংবাদ সংস্থা
সিডনি ও সেন্ট জনস শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৫ ০২:৪৭
Share: Save:

দেশের মাটিতে বিশ্বকাপ শুরুর এক মাস আগেই হুঙ্কার ছাড়তে শুরু করে দিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার এই ডাকাবুকো মারকুটে ওপেনার দল ঘোষণার পর সোজাসুজি জানিয়ে দিয়েছেন, বিপক্ষের কোনও বোলারকেই ভয় পাওয়া তো দূরের কথা, তাঁদের একবিন্দু রেয়াত করতেও তিনি নারাজ।

ওয়ার্নার বলছেন, “বিশ্বকাপে আগ্রাসী মেজাজেই ব্যাট করতে চাই বিপক্ষ বোলারদের উড়িয়ে দিয়ে।” গত বিশ্বকাপে দলে জায়গা হয়নি ওয়ার্নারের। কিন্তু এ বার শুরু হওয়ার আগে থেকেই চনমনে মেজাজে তিনি। বলছেন, “বক্সিং ডে টেস্টে ‘কাউবয়’-এর মতো ব্যাট করলাম। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ রয়েছে। ফলে হাতে অনেক সময় পাওয়া যাবে প্রস্তুতির জন্য।”

এখানেই না থেমে ওয়ার্নার আরও বলছেন, “প্রথম বল থেকেই বাউন্ডারির জন্য ধামাকা ইনিংসের প্রয়োজন নেই। আর এটাই গত দেড়-দু’বছর ধরে মাথায় রেখে এগোচ্ছি।” ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে তিন সেঞ্চুরি-সহ ৪২৭ রান করেছেন ওয়ার্নার। টি-২০ ম্যাচেও তিনি বোলারের ত্রাস। কিন্তু ৫০ ওভারের ম্যাচে সে রকম ঝকঝকে নয় ওয়ার্নারের ব্যাট। এখনও পর্যন্ত পঞ্চাশ ম্যাচ খেলে শতরান মোটে দু’ম্যাচে। গড়ও ৩১। এ বার সেই রেকর্ডই উন্নত করার লক্ষ মগজে রেখে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান।

আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের মতোই মারকুটে ব্যাটসম্যানের ভিড়। যেমন, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান রডনি মার্শ যদিও মানছেন, মাইকেল ক্লার্ক, স্টিভ স্মিথ এবং জর্জ বেইলিদের ফিটনেস নিয়ে সমস্যা থাকায় তাঁদের পাওয়ার ব্যাপারে একটা প্রশ্নচিহ্ন রয়েছেই। বিশেষ করে ক্লার্ককে নিয়ে।

অজি অধিনায়ক যদিও আশাবাদী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন। না হলে বিকল্প ক্রিকেটার নেবে অস্ট্রেলিয়া। এ দিকে ত্রিদেশীয় সিরিজের দলে এলেন নিউ সাউথ ওয়েলসের সিমার গুরিন্দর সান্ধু। যদিও বিশ্বকাপের দলে জায়গা হয়নি ভারতীয় বংশোদ্ভুত এই বোলারের।

অস্ট্রেলিয়ার পাশাপাশি বিশ্বকাপের দল ঘোষণা করে দিল ওয়েস্ট ইন্ডিজও। ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলায় বাদ পড়লেন ডোয়েন ব্রাভো এবং কায়রন পোলার্ড। তবে বোলিং অ্যাকশন শুধরে ফিরে এসেছেন অফস্পিনার সুনীল নারিন। বিশ্বকাপে দু’বারের চ্যাম্পিয়ন ক্যারিবিয়ানদের নেতৃত্ব দেবেন জেসন হোল্ডার।

বিশ্বকাপের অস্ট্রেলিয়া টিম: মাইকেল ক্লার্ক (অধিনায়ক), জর্জ বেইলি (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, জেভিয়ার ডোহার্টি, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হাডিন, জস হ্যাজলউড, মিচেল জনসন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন।

বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), মার্লন স্যামুয়েলস, সুলেমান বেন, ডারেন ব্র্যাভো, জোনাথন কার্টার, শেলডন কটরেল, ক্রিস গেইল, সুনীল নারিন, দীনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ডারেন স্যামি, লেন্ডল সিমন্স, ডোয়েন স্মিথ, জেরোম টেলর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE