Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ফ্রেডরিখ এলেন, আসতে পারেন দেল পিয়েরোও

ফরাসি ফুটবলের দুই প্রাক্তন মেগাতারকা ত্রেজেগুয়ে এবং রবার্ট পিরেজ এসে গিয়েছেন। চুক্তিতে সই করে দিয়েছেন আরও এক তারকা, সুইডেনের ফ্রেডরিখ লিউনবার্গ। এ বার ভারতে খেলার সম্ভাবনা তৈরি হল ইতালীয় মহাতারকা আলেসান্দ্রো দেল পিয়েরো-র।

আলেসান্দ্রো দেল পিয়েরো ও ম্যানুয়েল ফ্রেডরিখ।

আলেসান্দ্রো দেল পিয়েরো ও ম্যানুয়েল ফ্রেডরিখ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০৩:৩৯
Share: Save:

ফরাসি ফুটবলের দুই প্রাক্তন মেগাতারকা ত্রেজেগুয়ে এবং রবার্ট পিরেজ এসে গিয়েছেন। চুক্তিতে সই করে দিয়েছেন আরও এক তারকা, সুইডেনের ফ্রেডরিখ লিউনবার্গ। এ বার ভারতে খেলার সম্ভাবনা তৈরি হল ইতালীয় মহাতারকা আলেসান্দ্রো দেল পিয়েরো-র।

দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাদের আইকন ফুটবলার হিসাবে ইন্ডিয়ান সুপার লিগে খেলানোর চেষ্টা চালাচ্ছে দেল পিয়েরোকে। ইতালির সর্বকালের অন্যতম সেরা গোলগেটার দেল পিয়েরোর প্রস্তাবে রাজিও হয়ে গিয়েছেন দিল্লির কর্তারা। জুভেন্তাসে উনিশ বছর খেলা স্ট্রাইকারকে চুক্তিপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। কর্তারা আশা করছেন, তাতে রাজি হয়ে সই করে দেবেন বিশ্বকাপ ও ইউরো কাপ মাতানো ফুটবলার। দিল্লির কর্তারা অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। তাঁদের আশঙ্কা, বিশ্বকাপজয়ী ফুটবলার নিয়ে বেশি হইচই হলে তাঁর এজেন্ট আরও অনেক দাম বাড়িয়ে দেবেন। তাতে অবশ্য খবর চাপা থাকছে না। ইতালির এক বিখ্যাত দৈনিকে খবর বেরিয়েছে, গত বছর সিডনি এফসি-তে খেলা দেল পিয়েরো ভারতে খেলার জন্য আমন্ত্রণ পেয়েছেন এবং সেটা নিয়ে যথেষ্টই ভাবছেন। দেল পিয়েরো শেষ পর্যন্ত খেলতে এলে দিল্লির দলের তুলুঙ্গা, রবার্ট, নওবা, মণীশ ভার্গবরা অসাধারণ একটা সুযোগ পেয়ে যাবেন।

দেল পিয়েরো এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও জার্মানির নামী ডিফেন্ডার ম্যানুয়েল ফ্রেডরিখ আইএসএলে খেলা নিয়ে মনস্থির করতে দ্বিধাবোধ করেননি। ফ্রেডরিখ গত বছরও বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। শুধু তাই নয়, আইএসএলে যত বিদেশি আছেন, তাঁদের মধ্যে ম্যানুয়েলই একমাত্র ফুটবলার যিনি গত মরসুমেও চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন। বিখ্যাত জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন, ওয়ের্ডার ব্রেমেনের মতো দলেও খেলেছেন ফ্রেডরিখ। মুম্বইয়ের দলের হয়ে সই করার পর ম্যানুয়েল বলেছেন, “বহু দিন ধরেই এশিয়ার কোনও দেশে খেলার ইচ্ছে ছিল। মুম্বই দলে সুযোগ পেয়ে তাই ভাল লাগছে। উত্তেজনা অনুভব করছি। আমাদের টিম ভাল হয়েছে। ভারতীয় ও বিদেশি মিশিয়ে যা দল আমাদের তাতে ভাল ফলই আশা করছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

del piero trezeguet isl football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE