Advertisement
২৫ এপ্রিল ২০২৪

‘বিশ্বাসঘাতক’ কোস্তাকে টিটকিরি ব্রাজিল দর্শকের

বিশ্ব ফুটবলের মক্কায় প্রথম প্র্যাকটিসে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টিটকিরি শুনতে হল! সৌজন্যে ‘লা রোজা’দের এক ব্রাজিলীয় বংশদ্ভুত তারকা স্ট্রাইকার। যিনি স্পেনের জার্সি গায়ে চড়ানোর আগেই পেলের দেশের বিখ্যাত হলুদ-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছিলেন।

স্পেনের প্র্যাকটিসে মেজাজে কোস্তা। ছবি: রয়টার্স।

স্পেনের প্র্যাকটিসে মেজাজে কোস্তা। ছবি: রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ জুন ২০১৪ ০৩:৫৯
Share: Save:

বিশ্ব ফুটবলের মক্কায় প্রথম প্র্যাকটিসে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে টিটকিরি শুনতে হল! সৌজন্যে ‘লা রোজা’দের এক ব্রাজিলীয় বংশদ্ভুত তারকা স্ট্রাইকার। যিনি স্পেনের জার্সি গায়ে চড়ানোর আগেই পেলের দেশের বিখ্যাত হলুদ-সবুজ জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছিলেন।

ব্যস, আর যায় কোথায়! সেই তিনি— দিয়েগো কোস্তা এ দিন দেল বস্কির স্পেনের বেসক্যাম্প কুরিতিবায় দলের প্রথম ট্রেনিংয়ে মাঠে ঢুকতেই হাজারখানেক দর্শকের সিংহভাগ থেকে বিদ্রুপাত্মক মন্তব্য উড়ে এল। এমনিতে জাভি-ইনিয়েস্তাদের বিশ্বজয়ী দল নিয়ে ব্রাজিলে যথেষ্ট উৎসাহ। সিটি ক্যাশিউ-এ স্পেনের প্রথম প্র্যাকটিস দেখতে মাঠের আশপাশের উঁচু-উঁচু টিলা আর বাড়ির ছাদেও লোকের ভিড় জমে যায়। কিন্তু সেখান থেকেও চিৎকার ভেসে এসেছে, ‘দিয়েগো কোস্তা তুমি প্রতারক। ব্রাজিলকে প্রতারণা করেছ!” প্র্যাকটিস ম্যাচে কোস্তা এক বার প্রায় গোল করে ফেলেছিলেন। তা নিয়েও মাঠে দর্শকরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েন। এক দল অল্পের জন্য কোস্তার গোল মিসের জন্য হা-হুতাশ করলেও, বেশির ভাগ দশর্র্ক কোস্তার উদ্দেশ্যে বিদ্রুপাত্মক সব আওয়াজ শুরু করে দেন সেই সময়।

আসলে কোস্তা গত বছরই স্কোলারির দলের হয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর যখন ফুটবলমহল ধরে নিয়েছিল, কনফেডারেশনস কাপে ব্রাজিল দলে আটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডকে দেখা স্রেফ সময়ের অপেক্ষা, তখন সেলেকাও কোচ অন্য রকম ভেবে বসেন। কোস্তার জায়গা হয়নি কনফেড কাপে নেইমারদের দলে। এবং তার পরেই কোস্তা স্প্যানিশ ফুটবল সংস্থাকে সবুজ সঙ্কেত দিয়ে যেন যে, তিনি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলতে মানসিক ভাবে প্রস্তুত। পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তাঁর জন্মভূমির হয়ে নয়। এবং তার জন্য ব্রাজিলের পাশাপাশি স্পেনেরও নাগরিকত্ব নিয়ে নেন কোস্তা।

কিন্তু তার কিছু দিনের মধ্যেই আর এক দফা অ্যান্টি ক্লাইম্যাক্স! পঁচিশ বছর বয়সি গোলগেটার গত মাসেই ক্লাবের প্র্যাকটিসে হ্যামস্ট্রিংয়ে এমন চোট পেয়ে বসেছিলেন যে, তাঁর বিশ্বকাপ খেলার স্বপ্নই চুরমার হওয়ার জোগাড় হয়েছিল! তবে ব্রাজিলে আসার আগে গত শনিবার এল সালভাদোরের বিরুদ্ধে স্পেনের শেষ ম্যাচে কোস্তা ৭৩ মিনিট খেলার পর তাঁকে নিয়ে যাবতীয় আশঙ্কা এখন ইতিহাস। “ওই ম্যাচটা আমার কাছে খুব প্রয়োজনীয় ছিল। খেলাটায় সব কিছুই আমার পক্ষে ঠিকঠাক গিয়েছে। এখন আমি বলতেই পারি, বিশ্বকাপের জন্য আমি সম্পূর্ণ ফিট,” স্পেনের বেসক্যাম্পে বলেছেন কোস্তা।

কথাটা কোস্তার দলকে আশ্বস্ত করলেও কোস্তার দেশবাসীর তাতে উল্টো প্রতিক্রিয়া হচ্ছে! পেলে যে পেলে, তিনি পর্যন্ত মন্তব্য করে বসেছেন, “এই বিশ্বকাপে স্পেনকে দেখতে আমি খুব উৎসাহী ঠিকই। তবে আশা করব, ব্রাজিলের সঙ্গে স্পেনের দেখা হলে সেই ম্যাচে দিয়েগো কোস্তা ভাগ্যবান হবে না।”

কোস্তা কিন্তু ফুটবল সম্রাটের ‘অভিশাপে’ও টলছেন না! নিজের জন্মভূমিতে বিশ্বকাপের প্রথম প্র্যাকটিসে নামার আগে এ দিন সকালে তিনি বলেন, “নিজের দেশে প্রতিদ্বন্দ্বী দলের হয়ে খেলতে এসেও আমি ভাল অভ্যর্থনা পাচ্ছি।” দুপুরে ট্রেনিং পর্ব শেষে কোস্তাকে অবশ্য একটু থমথমে মুখে ব্রাজিলবাসী দর্শকদের দিকে হাততালি দিতে-দিতে মাঠ ছাড়তে দেখা যায়। তবে তার মধ্যেই দারুণ স্মার্টনেস দেখিয়ে স্পেনের অন্যতম সেরা স্কোরার তাঁর জন্মভূমির এক ন’বছরের বালিকার গায়ে স্পেন জাতীয় দলের ট্র্যাকশুটের কোট-টা পরিয়ে দিয়ে যান। স্পেনের তারকা ডিফেন্ডার পিকে-ও অনুরূপ কাণ্ড করেন। তবে তাঁর কোট-টা পান এক মহিলা।

স্পেনের প্র্যাকটিসে পিকে-কে ঘিরেই মহিলা দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। ‘শাকিরা-শাকিরা’ কোরাসও ওঠে পিকে এ দিনের ট্রেনিংয়ে প্রথম বার পায়ে বল লাগাবার পর। একইসঙ্গে ব্রাজিল বিশ্বকাপে যেটা গড়পরতা ঘটনা, সেই বিশৃঙ্খলা স্পেনের প্রথম প্র্যাকটিসেও ছিল। নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে মাঠে এক কিশোরী ঢুকে পড়ে পিকে-র হাত ধরে বসেন। প্র্যাকটিস দেখার টিকিট হাতে থাকা সত্ত্বেও অনেক দর্শক মাঠে প্রবেশাধিকার পাননি। সংগঠকেরা সাফ জানিয়ে দেন, আগে এলে আগে ভিত্তিতে মাঠে দর্শক ঢোকানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup costa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE