Advertisement
২৪ এপ্রিল ২০২৪

মুলারকে ঢুঁসো, বিতর্কে পেপে

টমাস মুলারকে অর্থহীন ঢুঁসো মারার বড় মুল্য চোকাতে হতে পারে পর্তুগাল রক্ষণের স্তম্ভ পেপেকে। ফিফার নিয়ম অনুযায়ী মাঠের ওই হিংসাত্মক আচরণের জন্য তিন ম্যাচ পর্যন্ত সাসপেন্ড হতে পারেন তিনি। এমনিতেই জার্মানি ম্যাচের সাঁইত্রিশ মিনিটের মাথায় লাল কার্ড দেখায় পরের যুক্তরাষ্ট ম্যাচে খেলতে পারবেন না পেপে। জিনেদিন জিদানকে মনে কারনো এ দিনের ঘটনায় শাস্তি তিন ম্যাচ গড়ালে গ্রুপের কোনও খেলাতেই পেপেকে পাবে না পর্তুগাল।

অন্য ‘হেড’ মেরে লাল কার্ড দেখলেন পেপে। ছবি: এএফপি

অন্য ‘হেড’ মেরে লাল কার্ড দেখলেন পেপে। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জুন ২০১৪ ০৩:২৪
Share: Save:

টমাস মুলারকে অর্থহীন ঢুঁসো মারার বড় মুল্য চোকাতে হতে পারে পর্তুগাল রক্ষণের স্তম্ভ পেপেকে। ফিফার নিয়ম অনুযায়ী মাঠের ওই হিংসাত্মক আচরণের জন্য তিন ম্যাচ পর্যন্ত সাসপেন্ড হতে পারেন তিনি। এমনিতেই জার্মানি ম্যাচের সাঁইত্রিশ মিনিটের মাথায় লাল কার্ড দেখায় পরের যুক্তরাষ্ট ম্যাচে খেলতে পারবেন না পেপে। জিনেদিন জিদানকে মনে কারনো এ দিনের ঘটনায় শাস্তি তিন ম্যাচ গড়ালে গ্রুপের কোনও খেলাতেই পেপেকে পাবে না পর্তুগাল।

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতারাজ্জিকে ঢুঁসো মেরে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্স অধিনায়ক জিদান। ফিফা তাঁকে আর্থিক জরিমানা ছাড়াও তিন ম্যাচ সাসপেন্ড করে। জার্মানি ম্যাচের শেষে ০-৪ যুদ্ধ-বিধ্বস্ত পর্তুগিজ শিবির অবশ্য সরাসরি রেফারির দিকে আঙুল তুলে বলেছে, “রেফারির ভুল সিদ্ধান্তই আমাদের শেষ করে দিল। পেনাল্টিটা ছিল না। লাল কার্ডটাও বড় ভুল।” তবে পেপের মাথা গরম করা গ্রহণযোগ্য বলে মেনে নিতে পারছেন না প্রায় কেউ-ই।

রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার এ হেন আচরণে অবশ্য বিস্মিত নয় ফুটবল দুনিয়া। এর আগেও মাঠে মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছেন। ২০০৯ লা লিগায় গেটাফে ম্যাচে বক্সের মধ্যে ধাক্কা মেরে কাসকুয়েরোকে ফেলে দিয়েছিলেন। রেফারি পেনাল্টি দেন। ক্ষিপ্ত পেপে ফের ছুটে গিয়ে মাটিতে পড়ে থাকা কাসকুয়েরোকে এলোপাথাড়ি লাথি মারতে থাকেন, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে তাঁর মাথা গুঁজে দেন মাটিতে। বাকিরা ছুটে এসে তাঁকে সরাতে গেলে এ বার কাসকুয়েরোর গোড়ালিও মাড়িয়ে দেন। সেই ঘটনায় দশ ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন। ২০১১-য় বার্সেলোনার বিরুদ্ধে সেমিফাইনালে দানি আলভেজকে বুটের স্টাড দিয়ে মেরেছিলেন। লেভান্তের জাভি তোরেসও তাঁর সন্ত্রাসের শিকার। এমনকী এক বার্সা-রিয়াল যুদ্ধে হাত মাড়িয়ে দেন লিওনেল মেসিরও!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifaworldcup muller pepe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE