Advertisement
২৫ এপ্রিল ২০২৪
চ্যাম্পিয়ন্স লিগ

রোনাল্ডোর ‘ভয়েই’ জিততে মরিয়া রিয়াল

গত বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের মন্তব্য ছিল, সিআর সেভেন বিশ্বফুটবলের ‘এল কমান্দান্তে’। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে দ্বিতীয় পর্বের আগে ফাঁস হয়ে গেল, শুধু বিশ্বফুটবলের নয়, রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমেও ‘এল কমান্দান্তে’ হয়ে উঠেছেন ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। সাম্প্রতিক কালে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা কোচের থেকেও নাকি বেশি ভয় পাচ্ছেন সিআর সেভেনকে।

বেলদের কড়া ‘হেডমাস্টার’ সিআর সেভেন।

বেলদের কড়া ‘হেডমাস্টার’ সিআর সেভেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:৩৩
Share: Save:

গত বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের মন্তব্য ছিল, সিআর সেভেন বিশ্বফুটবলের ‘এল কমান্দান্তে’। বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে দ্বিতীয় পর্বের আগে ফাঁস হয়ে গেল, শুধু বিশ্বফুটবলের নয়, রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমেও ‘এল কমান্দান্তে’ হয়ে উঠেছেন ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

সাম্প্রতিক কালে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা কোচের থেকেও নাকি বেশি ভয় পাচ্ছেন সিআর সেভেনকে। কারণটা কী? পরিস্থিতি যতই হাল্কা থাকুক না কেন, হারতে একদমই পছন্দ করেন না রোনাল্ডো। শোনা যাচ্ছে, কোনও ম্যাচ হারার পরেই নাকি ড্রেসিংরুমে প্লেয়ারদের পড়তে হয় রোনাল্ডোর কটাক্ষের মুখে।

চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম পর্বে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-০ হারিয়ে সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে রেখেছে রিয়াল। দ্বিতীয় পর্বে ১-০ অথবা ২-০ হারলেও শেষ চারে রোনাল্ডোদের জায়গা পাকা। তবুও সিআর সেভেনের বকা না খেতেই ম্যাচ জিততে সব কিছু উজাড় করে দেবে রিয়াল ফুটবলাররা। বিশেষ করে দলের তরুণ ডিফেন্ডার রাফায়েল ভারানে। যিনি অনেক বার রোনাল্ডোর তিরস্কারের মুখে পড়েছেন। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে তিনি বলেন, “রোনাল্ডো এমনিতে খুব ভাল। খুব সাহায্য করে। কিন্তু কোনও ম্যাচ হারলে ও খেপে যায়। রোনাল্ডো হার জিনিসটাকে সহ্য করতে পারে না।”

অবশ্য রিয়াল ফুটবলার মানে হারের সঙ্গে তাঁদের সাক্ষাৎ খুব বেশি হয় না। কিন্তু দলের অনেকেই নামি মাঝে মাঝে হারতেও পছন্দ করেন! কেন, না রোনাল্ডোর ‘হাস্যকর’ সব ভঙ্গি দেখার জন্য। ভারানে বলেছেন, “হ্যাঁ এটা সত্যি যে, মাঝে মাঝে হারতেও ভাল লাগে রোনাল্ডোকে রাগানোর জন্য।”

এ দিন বরুসিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে পর্বের আগে দলের সঙ্গে অনুশীলন সারেন রোনাল্ডো। চোটের জন্য অনিশ্চিত থাকলেও অনুশীলনে উপস্থিত ছিলেন গ্যারেথ বেল। যিনি বলেন, “আমি কোনও দিন বরুসিয়ার ঘরের মাঠে খেলিনি। ওদের সমর্থকদের সামনে খেলা খুব কঠিন হবে। প্রথম পর্ব জিতলেও এই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে হবে।”

ম্যাচের আগে চোটের তালিকা বেড়েই চলেছে রিয়ালের। এ দিন চোটের জন্য অনুশীলন করতে পারেননি স্যামি খেদিরা, আলভারো আর্বেলোয়া, খেসে রডরিগেজ ও মার্সেলো। পাশাপাশি বরুসিয়ার হয়ে ফিরতে চলেছেন তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। যাঁর প্রশংসায় বেল বলে দিলেন, “লেওয়ানডস্কি বিশ্বমানের স্ট্রাইকার। কিন্তু আমাদের রক্ষণ পারবে ওকে শান্ত রাখতে।”

আজ চ্যাম্পিয়ন্স লিগে
• চেলসি বনাম প্যারিস সাঁ জাঁ (টেন অ্যাকশন, রাত ১২-১৫)
• বরুসিয়া ডর্টমুন্ড বনাম রিয়াল মাদ্রিদ (টেন স্পোর্টস, রাত ১২-১৫)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

champions league ronaldo real madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE