Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রিয়ালের নতুন চমক ‘রোনাল্ডো দ্য বস’

ম্যাচ শুরুর আগে শান্ত হয়েই বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। মাঝে মাঝে সতীর্থদের সঙ্গে ঠাট্টাইয়ার্কিও করছিলেন। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়া পেনাল্টিটা ফস্কাতে তাঁর মুখচোখ পাল্টাতে শুরু করে। ক্রমশ এক গোল, দু’গোলে টিম পিছিয়ে যেতেই আর এক মুহূর্তও বসে থাকতে দেখা যায়নি তাঁকে।

ম্যাচে শেষে তৃপ্ত। ছবি: এএফপি।

ম্যাচে শেষে তৃপ্ত। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০৩:৩৫
Share: Save:

ম্যাচ শুরুর আগে শান্ত হয়েই বসেছিলেন রিজার্ভ বেঞ্চে। মাঝে মাঝে সতীর্থদের সঙ্গে ঠাট্টাইয়ার্কিও করছিলেন। কিন্তু অ্যাঞ্জেল ডি মারিয়া পেনাল্টিটা ফস্কাতে তাঁর মুখচোখ পাল্টাতে শুরু করে। ক্রমশ এক গোল, দু’গোলে টিম পিছিয়ে যেতেই আর এক মুহূর্তও বসে থাকতে দেখা যায়নি তাঁকে।

মাঠে নামতে পারেননি তো কী, রিয়াল মাদ্রিদকে জেতাতে হবে তো। তাই সমানে উৎসাহ দিয়ে গিয়েছেন সতীর্থদের। ম্যাচের শেষ লগ্নে তাঁর প্রাক্তন কোচ অ্যালেক্স ফার্গুসনের ঢঙে বারবার হাতের ঘড়ির দিকে ইঙ্গিতও করছিলেন সতীর্থদের উদ্দেশে। খেলা শেষের বাঁশি বাজতেই মিলল স্বস্তি। একে একে সতীর্থদের জড়িয়ে ধরলেন। কে জানত ম্যাচে না নেমেও এ ভাবে সমর্থক, সতীর্থদের মন জয় করে নেবেন। তিনিক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁকে এখন ফুটবল মহল থেকে মিডিয়া সবাই ডাকতে শুরু করেছে ‘দ্য বস’ বলে।

হাঁটুর চোটে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়ার ঘরের মাঠ ইদুনা পার্কে খেলতে পারেননি সিআর সেভেন। দু’দিন আগে টিম প্র্যাকটিস থেকেও কুড়ি মিনিট পরই উঠে যান। প্রথম পর্বে তাঁর টিম ৩-০ এগিয়ে থাকায় পর্তুগিজ মহাতারকাকে নামানোর ঝুঁকি নেননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। ভাগ্যিস নামাননি! না হলে রোনাল্ডোর এই রূপটা দেখা যেত না হয়তো।

‘কোচ’ রোনাল্ডোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ম্যাচের পরই ঝড় উঠে গিয়েছে। ক’য়েক সপ্তাহ আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দু’গোলে পিছিয়ে থাকার সময় কোচ ডেভিড মোয়েসের ম্যানেজারের সিটে হতাশায় এলিয়ে পড়ার ছবি আর মঙ্গলবার রিয়াল একই ব্যবধানে পিছিয়ে থাকার সময় রোনাল্ডোর সতীর্থদের উৎসাহ দেওয়ার ছবি পাশাপাশি পোস্ট হয়েছে। ইঙ্গিতটা হল, দেখুন দুই শিবিরের পার্থক্যটা। বিশেষ করে রোনাল্ডোর। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “ভাগ্যিস রিয়াল সেমিফাইনালে উঠেছে। না হলে নির্ঘাৎ ম্যাচ হারার জন্য কয়েক জন খুন হয়ে যেত রোনাল্ডোর হাতে।”

নানা মুহূর্তে রোনাল্ডো-মোরিনহো। সবিস্তার...

পর্তুগিজ মহাতারকাকে দেখে আরও একটা ব্যাপার স্পষ্ট বোঝা গিয়েছে, মাঠে নামতে মরিয়া হয়ে রয়েছেন। কিন্তু ঠিক কবে তিনি মাঠে ফিরবেন, সেটা স্পষ্ট নয়। মঙ্গলবার ম্যাচের পর নিজের হাঁটুর চোট নিয়ে সিআর সেভেন বলেন, “আমাদের ধৈর্য রাখতে হবে।” আর কোচ আন্সেলোত্তি বলে দেন, “রোনাল্ডো দ্রুত সুস্থ হয়ে উঠছে। তবে যদি চোটটা গুরুতর আকার নেয় তা হলে ওকে বেঞ্চে বসিয়ে রাখা ছাড়া উপায় নেই। কিন্তু মাঠে নামানোটা বড় ঝুঁকির।” অবশ্য শনিবার আলমেরিয়ার বিরুদ্ধে রিয়ালের লা লিগার ম্যাচে রোনাল্ডো নামবেন এমনটা ইঙ্গিত দিয়েছেন আন্সেলোত্তি, “আমার মনে হয় আলমেরিয়া ম্যাচের আগে রোনাল্ডো ফিট হয়ে যাবে।” কিন্তু অনেকেই মনে করছেন ১৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালের কথা ভেবে বড় কোনও ঝুঁকি নেবেন না আন্সেলোত্তি। কারণ লড়াইটা যে মেসির বার্সেলোনার বিরুদ্ধে।

রিয়াল মাদ্রিদের ভক্ত টেনিস মহাতারকা রাফায়েল নাদাল আবার হাঁটুর চোট নিয়ে রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন। হাঁটুর চোটে এক সময় স্প্যানিশ তারকার কেরিয়ারও থমকে যাওয়ার মুখে এসে দাঁড়িয়েছিল। মঙ্গলবার মায়োরকায় একটি অনুষ্ঠানে বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার বলেন, “নিখুঁত, পেশাদারিত্ব আর নিজের কাজটাকে কী ভাবে নেশা করে তুলতে হয়, রোনাল্ডো তার উজ্জ্বল উদাহরণ। আমার মনে হয় না হাঁটুর চোট নিয়ে রোনাল্ডোর আমার সাহায্যের কোনও প্রয়োজন আছে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের এই চোটটা গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

real madrid champions league ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE