অনুর্ধ্ব ২৩ জাতীয় ক্রিকেটে এ বার সিনিয়র ক্রিকেটাররাও খেলতে পারবেন। তবে তিন জনের বেশি নয়। আসন্ন মরসুমে সে রকমই নিয়ম আনতে চলেছে বোর্ড। মূলত রঞ্জি ট্রফি দলের ফর্মে না থাকা ক্রিকেটারদের ম্যাচে রাখার জন্যই এই নতুন নিয়ম। সে জন্য হয়তো রঞ্জির সময়ই হবে এই টুর্নামেন্ট।
কর্নেল সি কে নাইডু ট্রফিকে এ বার থেকে অনুর্ধ্ব ২৫-এর বদলে অনুর্ধ্ব ২৩ করার সুপারিশ করেছে বোর্ডের টেকনিক্যাল কমিটি। সেই সুপারিশ মেনেই এ বার এই নিয়ম আসতে চলেছে। রঞ্জি ট্রফির দলের যে ক্রিকেটাররা ফর্মে থাকবেন না বা প্রথম এগারোয় সুযোগ পাবেন না, এমন তিনজনকে প্রয়োজনে অনুর্ধ্ব ২৩ টুর্নামেন্টে প্রথম এগারোয় রাখা যেতে পারে।
শনিবার সিএবি যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায় এই ব্যাপারে বলেন, “এমন নিয়মের কথা বোর্ডের লোকেদের কাছে শুনেছি। তবে বোর্ড থেকে সার্কুলার এখনও এসে পৌঁছয়নি।” বাংলার অনুর্ধ্ব ২৩ দলের কোচ জয়দীপ মুখোপাধ্যায়ও জানালেন, “ইংল্যান্ডে এমন নিয়ম আছে বলে শুনেছি। মূলত সিনিয়র দলের ফর্মে না থাকা ক্রিকেটারদের খেলার সুযোগ করে দিতেই এই নিয়ম। এটা খারাপ হবে না।” এই ধারণা থেকেই এই নতুন নিয়ম চালু হলে ধরে নিতে হবে ৭ ডিসেম্বর থেকে ১২ মার্চ রঞ্জি ট্রফির সময়ই সি কে নাইডু ট্রফিও চলবে।
এ দিকে ইডেন উদ্যানের দেড়শো বছর পূর্তির যে উৎসবের পরিকল্পনা নিয়েছে সিএবি, তার অঙ্গ হিসেবে থাকছে প্রাক্তন ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়ের লেখা ইডেনের ইতিহাস নিয়ে লেখা বই প্রকাশ অনুষ্ঠান। ১৭০টি দুষ্প্রাপ্য ছবিসহ দ’ুশো পাতার এই বইটি লেখার আগে প্রায় দশ বছর গবেষণা করেছেন বলে শনিবার জানালেন রাজু। মুম্বইয়ের এক প্রকাশক সংস্থা এই বই প্রকাশ করছে। সেপ্টেম্বরের মাঝামাঝি ‘ইডেন গার্ডেন্স, লিজেন্ড অ্যান্ড রোমান্স’ শীর্ষক এই বই উদ্বোধন হবে ঐতিহাসিক ইডেনের বুকে, জানালেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে।
অন্য দিকে, ২০২৩-এর বিশ্বকাপ যে ভারতে হবে, তা নিশ্চিত করলেন আইসিসি-র নবনিযুক্ত চেয়ারম্যান এন শ্রীনিবাসন। ২০১৫-র ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজও যে হবে, তা জানিয়ে দিয়েছেন তিনি।