Advertisement
২৬ এপ্রিল ২০২৪

এক মাসে ‘দিদি’কে বললেন ১০ লাখ

‘দিদিকে বলো’র প্রথম মাসপূর্তিতে মমতা নিজেই ফেসবুক, টুইটারে এর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘গত এক মাসে মানুষের সাড়ায় আমি অভিভূত।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৯ ০৩:৪৫
Share: Save:

কেউ অভিযোগ জানিয়েছেন। কেউ সমস্যার প্রতিকার চেয়েছেন। কেউ বা পরামর্শ দিয়েছেন। গত এক মাসে ‘দিদিকে বলো’য় এ ভাবেই রাজ্যের ১০ লাখ মানুষ তাঁকে নিজেদের বক্তব্য জানিয়েছেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘দিদিকে বলো’র প্রথম মাসপূর্তিতে মমতা নিজেই ফেসবুক, টুইটারে এর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘গত এক মাসে মানুষের সাড়ায় আমি অভিভূত। প্রত্যেকের সমস্যা, অভিযোগের প্রতিকারে আমরা নিরন্তর কাজ করছি। সকলের সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।’

মমতাই জানিয়েছেন, গত ৩০ দিনে তৃণমূলের ৫০০ নেতা ১০২২টি গ্রামে জনসংযোগের জন্য রাত কাটিয়েছেন। ফোন, ওয়েবসাইট, এবং নেতাদের সঙ্গে সামনাসামনি আলাপচারিতায় ২১৪ জন নানা সমস্যায় থাকা মানুষ ‘দিদিকে বলো’কে তাঁদের সমস্যার কথা জানালে অগ্রাধিকারের ভিত্তিতে তার মধ্যে ১৬১ জনের সমস্যা মেটানোও হয়েছে বলে মমতা জানিয়েছেন। যে ১০ লক্ষ ৩৫০ জন এ পর্যন্ত ‘দিদিকে বলো’ শরণাপন্ন হয়েছেন, তার মধ্যে ৮ লাখ ৬৩৫ জন ফোন করেছিলেন ৯১৩৭০৯১৩৭০ নম্বরে, ১ লাখ ৯৯ হাজার ৭১৫ জন ওয়েবসাইটে নিজেদের সমস্যা, মতামত জানিয়েছেন। এর মধ্যে ৪২% অভিযোগ, ৩২% পরামর্শ এবং ২২% প্রশংসাসূচক বলে মমতার দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

DidiKe Bolo Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE