Advertisement
১৯ এপ্রিল ২০২৪

২১শেই লোকসভার দিশা, আশা তৃণমূলে

এক দিকে, ১৯৯৩ সালে ১৩ জন যুবক যে আত্মবলিদান দিয়েছিলেন, তার ২৫ বছর পূর্ণ হচ্ছে এ বছর। আর এ বারের ২১ জুলাইয়ের সমাবেশ আগামী লোকসভা নির্বাচনের আগে হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৫:২০
Share: Save:

এই বছর ২১ জুলাই ‘শহিদ স্মরণ’ সমাবেশ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার লড়াইয়ে বিজেপি-কে পর্যুদস্ত করার দিশা দেখাবেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।

ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে রবিবার খুঁটি পুজো হয়। সেখানে যোগ দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন, ‘‘এ বছর শহিদ তর্পণ সভার তাৎপর্য আরও বেশি। এক দিকে, ১৯৯৩ সালে ১৩ জন যুবক যে আত্মবলিদান দিয়েছিলেন, তার ২৫ বছর পূর্ণ হচ্ছে এ বছর। আর এ বারের ২১ জুলাইয়ের সমাবেশ আগামী লোকসভা নির্বাচনের আগে হচ্ছে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস, ওই শহিদ তর্পণ সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের রাজনৈতিক দিশা দেখাবেন, যাতে ভারতের মাটি থেকে সাম্প্রদায়িক শক্তিকে দূর করা যায়।’’

লোকসভা ভোটে বিজেপি-কে হারাতে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ শক্তির সঙ্গে জোট গড়ার জন্য ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন মমতা। তৃণমূল নেতৃত্বের আশা, সে বিষয়ে আরও নির্দিষ্ট পদক্ষেপের ইঙ্গিত মমতা দেবেন ২১ জুলাইয়ের সমাবেশ থেকে।

প্রসঙ্গত, সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোটদান নয়, এই দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের আন্দোলনে নেতৃত্ব দেন মমতা। পুলিশ সেখানে গুলি চালায়। ১৩ জন যুবকের মৃত্যু হয়। তার পর থেকে প্রতি বছর ২১ জুলাই ধর্মতলায় যুব কংগ্রেসের ডাকে ‘শহিদ স্মরণ’ সমাবেশে মূল বক্তা থাকতেন
মমতা। ১৯৯৮ সালে তৃণমূল গঠিত হওয়ার পর থেকে যুব তৃণমূলের ডাকে ওই সমাবেশ হয় এবং মমতাই প্রধান বক্তা হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Meeting TMC BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE