Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ইভিপি-তে তথ্য যাচাই করেছেন ২৬ লক্ষ মানুষ

র্শিদাবাদের নির্বাচন দফতরের ওসি এম ডি লামা বলেন, ‘‘জেলার প্রায় অর্ধেক ভোটার নিজের ভোটার তথ্য অনলাইনে যাচাই করেছেন। বাকিদের যাতে অনলাইনে ভোটার তথ্য যাচাই করা হয় সে জন্য বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। পরে অফিসে এসে সেই তথ্য যাচাই করছেন।’’ 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০২:৪৩
Share: Save:

অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পরে তার আঁচ পড়েছে এ বঙ্গেও। এনআরসি আতঙ্কে রাজ্যে প্রথম দফায় হওয়া বিশেষ শিবিরে প্রায় ১৩ লক্ষ মানুষ ডিজিটাল রেশন কার্ডের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। একই ভাবে জেলার প্রায় ২৬ লক্ষ মানুষ ‘ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’ (ইভিপি) বা নির্বাচক তথ্য যাচাই কর্মসূচিতে অনলাইনে নিজের ভোটার তথ্য যাচাই করেছেন। আবার তথ্য যাচাইয়ের সময় ভোটাররা সংশোধন থেকে ভোটার তালিকায় নাম তোলার আবেদনও করেছেন। নির্বাচন কমিশন ভোটার তথ্য যাচাই আবশ্যিক না করলেও এনআরসি-র ভয়ে ভোটার তালিকায় নিজের নাম, ঠিকানা সঠিক রাখার জন্য অনলাইনে ভোটার তথ্য যাচাই করেছেন। আগামী ১৮ নভেম্বর ভোটার তথ্য যাচাইয়ের শেষ দিন।

মুর্শিদাবাদের নির্বাচন দফতরের ওসি এম ডি লামা বলেন, ‘‘জেলার প্রায় অর্ধেক ভোটার নিজের ভোটার তথ্য অনলাইনে যাচাই করেছেন। বাকিদের যাতে অনলাইনে ভোটার তথ্য যাচাই করা হয় সে জন্য বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। পরে অফিসে এসে সেই তথ্য যাচাই করছেন।’’

জেলা প্রশাসনের এক কর্তা জানান, ইভিপি কর্মসূচিতে যে আবেদন জমা পড়েছে সেগুলি খতিয়ে দেখে খসড়া ভোটার তালিকায় জায়গা পাবে। এর পরে এক মাস ধরে বুথে বুথে ভোটার তালিকার কাজ হবে। সেখানে গিয়েও ভোটার তালিকায় নাম তোলা সংশোধন, বিয়োজনের আবেদন করা যাবে।

১ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে ইভিপি কর্মসূচি শুরু হয়েছিল। ১৫ অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল। পরে সেই সময়সীমা বাড়ি ১৮ নভেম্বর পর্যন্ত করা হয়। জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন, রাজ্যের অন্য জেলার থেকে মুর্শিদাবাদ কিছুটা পিছিয়ে রয়েছে। অন্য জেলায় যেখানে তথ্য যাচাই হয়েছে যেখানে ৬০ শতাংশের উপরে সেখানে মুর্শিদাবাদে ৫০ শতাংশ। জেলা প্রশাসনের এক কর্তার দাবি, ‘‘ভোটার তথ্য যাচাই আবশ্যিক নয়। তবে ভোটার তথ্য যাচাইয়ের যে সময় দিয়েছে তাতে, হাতে আর ১৪ দিন রয়েছে। এই সময়ের মধ্যে বাকি কাজ শেষ করতে বুথ লেভেল অফিসারেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করে যাচাই করছেন। ফলে বাকি কাজ এই ১৪ দিনে শেষ করা সম্ভব।’’

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ৫১ লক্ষ ৫৮ হাজার ১৫৭ জন ভোটার আছেন। শুক্রবার পর্যন্ত প্রায় ২৬ লক্ষ ভোটার নিজের তথ্য যাচাই করেছেন। সূত্রের খবর, নির্বাচন কমিশন ১৮ নভেম্বর পর্যন্ত ভোটার তথ্য যাচাইয়ের সময়সীমা বেঁধে দিয়েছে। ২৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত তালিকায় নাম তোলা, সংশোধন, বিয়োজন করা হবে। ২০ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE