Advertisement
১৮ এপ্রিল ২০২৪

চাকরির টোপ দিয়ে প্রতারণা, পাকড়াও ৩

মাস দুয়েক আগে সংবাদপত্রে একটি নামী রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হয়েছিলেন প্রীতিকণা বিশ্বাস নামে এক মহিলা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুন ২০১৬ ০৩:৫২
Share: Save:

মাস দুয়েক আগে সংবাদপত্রে একটি নামী রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করে প্রতারিত হয়েছিলেন প্রীতিকণা বিশ্বাস নামে এক মহিলা। প্রতারণার অভিযোগে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার বীজপুর ও যশোর রোড থেকে অমিত বিশ্বাস, কৌশিক বিশ্বাস ও রাজু চৌধুরী নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছে পাওয়া গিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির তথ্য সংবলিত ফর্ম-সহ নথি এবং ল্যাপটপ। পুলিশ জানায়, প্রীতিদেবী বৌবাজার থানায় অভিযোগ করেছিলেন, সংস্থার প্রতিনিধি হিসেবে তাঁর সঙ্গে যোগাযোগ করেন অমিত-রাজুরা। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার নামে তাঁর রেজিস্ট্রেশন কোড জানিয়ে মোবাইলে একটি বার্তাও আসে। তাঁকে আবেদনপত্র পূরণের সঙ্গে সঙ্গে সমস্ত সার্টিফিকেট ও টাকা জমা দিতে বলা হয়। তিনি তা জমা দেন। কিন্তু কাজ জোটেনি। পরে তিনি জানতে পারেন, পুরোটাই ভুয়ো। ওই মহিলা ছাড়াও আরও অনেক কর্মপ্রার্থী এ ভাবে প্রতারিত হয়েছেন বলে জানায় পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Employment Arrested Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE