Advertisement
২৫ এপ্রিল ২০২৪
State news

পুণ্যস্নানে গিয়ে গঙ্গাসাগরে মৃত ৪

মঙ্গলবার ভোর থেকে পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গাসাগরে। সরকারি হিসেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৭ লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগর মেলায়।

গঙ্গাসাগরে পুণ্যস্নান।

গঙ্গাসাগরে পুণ্যস্নান।

নিজস্ব সংবাদদাতা
সাগরদ্বীপ শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৩:৩৭
Share: Save:

মকর সংক্রান্তিতে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু হল ৪ পুণ্যার্থীর। খোঁজ মিলছে না অনেকেরই। তবে ওই ৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোর থেকে পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গাসাগরে। সরকারি হিসেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৭ লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগর মেলায়। এই মহামেলা যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, তা নিশ্চিত করতে নবান্ন থেকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ছাড়াও অন্তত ১০ জন মন্ত্রীকে আলাদা দায়িত্বও দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।

মেলাপ্রাঙ্গণের নজরদারিও ভীষণ জোরদার করা হয়েছে। ২০টি ড্রোন সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। রয়েছে ৮০০ সিসি ক্যামেরা। আর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন হাই-স্পিড ভেসেল। মেলা চত্বর ঘিরে রাখা হয়েছে বিশালাকার অনেকগুলো এলইডি স্ক্রিনে।

আরও পড়ুন: শবরীমালায় ঢুকে ইতিহাস গড়া কনক দুর্গা শাশুড়ির মারে হাসপাতালে

আরও পড়ুন: কুকুর খুনের ঘটনায় সন্দেহভাজনরা চিহ্নিত, তিন ছাত্রীকে জেরা পুলিশের, চলছে বিক্ষোভ

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৮২ জন নিখোঁজ ছিলেন। বেলার দিকে ৭২ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ ১০ জন। ছিনতাই-চুরি সহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০ জনকে।

ছবি: পিটিআই, এএফপি এবং নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE