Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অভিষেককে ‘খুনের হুমকি’, কাঠগড়ায় বিজেপি নেতা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে। গত ২৯ জুলাই খয়রাশোলে বিজেপির কয়েক জন কর্মী আক্রান্ত হন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ০২:১৬
Share: Save:

সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের এক বিজেপি নেতার বিরুদ্ধে। শুক্রবার সিউড়িতে এক সভায় নির্মল মণ্ডল নামে ওই নেতা হুমকি দেওয়ার পরে উত্তর ২৪ পরগনার বারাসত থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপি দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে। এক জন সাংসদকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এর জবাবদিহি করতে হবে। গত ২৯ জুলাই খয়রাশোলে বিজেপির কয়েক জন কর্মী আক্রান্ত হন।

বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছিল তৃণমূল। ওই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে এ দিন পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই সভায় বিজেপির ওই নেতা বলেন, ‘‘কেরলে আমাদের সঙ্গে যেমন সিপিএমের লড়াই চলছে, ওরা আমাদের এক জনকে মার্ডার করলে আমরা দু’জনকে মার্ডার করি। ঠিক তেমনই এ রাজ্যেও এ বার শুরু হবে।’’ এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনার ভাইপো মার্ডার হয়ে গেলে কী হবে দিদি?’’

সভায় উপস্থিত বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘উনি ঠিক কী বলেছেন, খেয়াল করিনি। তবে এমন বলে থাকলে ওঁকে সতর্ক করা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE