Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডেভির জন্য পৃথক জেল গড়তে রাজি রাজ্য

আইনি জটের আশঙ্কা থেকেই ওই শর্ত মেনে ডেভির জন্য জেলের বাইরে জেল গড়তে প্রস্তুত রাজ্য সরকার।

কিম পিটার ডেভি

কিম পিটার ডেভি

চন্দ্রপ্রভ ভট্টাচার্য
কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৮ ০৩:৫১
Share: Save:

ভারতের সাধারণ জেলে কিম পিটার ডেভিকে রাখলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা আছে বলে মনে করছে ডেনমার্ক। প্রত্যর্পণের আগে তাঁর জন্য পৃথক জেলের বন্দোবস্ত করার শর্ত দিয়েছে তারা। আইনি জটের আশঙ্কা থেকেই ওই শর্ত মেনে ডেভির জন্য জেলের বাইরে জেল গড়তে প্রস্তুত রাজ্য সরকার।

পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় অন্যতম মূল অভিযুক্ত ডেভিকে হাতে পেতে ডেনমার্ক সরকারের সঙ্গে জোরদার দৌত্য চালাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু ভারতের হাতে কিমকে তুলে দেওয়ার আগে একাধিক শর্ত নিশ্চিত হতে চাইছে ডেনমার্ক। পৃথক জেলের শর্ত তার অন্যতম। পৃথক জেলে বিচারাধীন বন্দি হিসেবে থাকবেন শুধু ডেভিই। সেই বিশেষ জেলে ডেভির সঙ্গে নিজেদের পুলিশও রাখতে চায় ডেনমার্ক। এই শর্ত সম্পর্কে রাজ্যের মনোভাব জানতে চেয়েছিল কেন্দ্র। রাজ্য আগেই কেন্দ্রকে জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন যাতে না-হয় তা নিশ্চিত করা হবে। প্রয়োজনে ডেভির জন্য পৃথক একটি ভবনকে জেল ঘোষণা করা হবে।

প্রশাসনিক ব্যাখ্যা, বিশেষ প্রয়োজনে কোনও ভবনকে পৃথক ভাবে জেলের মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত। কারা দফতর বিশেষ আইন প্রয়োগ করে এটা করতে পারে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে ডেনমার্ক সরকারের প্রতিনিধিরা সংশ্লিষ্ট পরিকাঠামোটি পরিদর্শন করবেন। তাঁরা সন্তুষ্ট হলে তবেই ডেভিকে ভারতের হাতে ছাড়ার প্রক্রিয়া গতি পাবে।

কিন্তু এই প্রক্রিয়ার সামনে এ দেশের আইন বাধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। তাঁদের ব্যাখ্যা, সাধারণ ভাবে কোনও সংশোধনাগারে বন্দিদের সঙ্গে পুলিশ-প্রশাসনের কেউ চাইলেই দেখা করতে পারেন না। কিন্তু সাধারণ (সিভিল) প্রশাসনের কোনও আধিকারিক তা করতে পারেন। আইন এই বিষয়টিকে সুরক্ষিত রেখেছে। ফলে ডেভির জন্য পৃথক জেল তৈরি হলেও ওই আইনের জন্য সেখানে তাঁর সঙ্গে ডেনমার্কের পুলিশ থাকতে পারবে না। প্রশাসনের এক শীর্ষকর্তা জানান, শুধু এই কারণে আইন বদল করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ডেভির জন্য এই বিশেষ সুবিধার অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করবে কি না, সেটাও বড় প্রশ্ন। কারণ, ভারতীয় আইন এটি সমর্থন করে না। ‘‘আইনের বাইরে তো রায় হতে পারে না! পুরো বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নির্ভর করছে কেন্দ্রের উপরেই,’’ বললেন প্রশাসনের ওই কর্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE