Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Bengali News

খোঁজ নিন সোমেনদা, অনেকেই ডাক পাচ্ছেন না: অসন্তোষ স্পষ্ট অধীরের গলায়

মঙ্গলবার থেকে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে শুরু হয়েছিল দলের দু’দিন ব্যাপী বৈঠক। সবক’টি জেলার নেতৃত্বকেই বৈঠকে ডাকা হয়েছিল। এআইসিসির তরফে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ নিজে বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বর্তমান সভাপতি সোমেন মিত্রের সামনে সরাসরি উগরে দিলেন অসন্তোষ।

প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বর্তমান সভাপতি সোমেন মিত্রের সামনে সরাসরি উগরে দিলেন অসন্তোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ২২:১১
Share: Save:

অধীর অনুগামীদের অনেকেই ডাক পাচ্ছেন না প্রদেশ কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে। এমন একটা গুঞ্জন বিধান ভবনে ছিলই। ঘনিষ্ঠ বৃত্তে একাধিক অধীর অনুগামী পদাধিকারী ক্ষোভও প্রকাশ করছিলেন তা নিয়ে। বুধবার আর কোনও লুকোছাপা রইল না। প্রদেশ কংগ্রেসের বৈঠকে যোগ দিয়ে প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী বর্তমান সভাপতি সোমেন মিত্রের সামনে সরাসরি উগরে দিলেন অসন্তোষ। যাঁরা ডাক পাচ্ছেন না, তাঁরা আমাকে জানান— বার্তা সোমেনের।

মঙ্গলবার থেকে প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধান ভবনে শুরু হয়েছিল দলের দু’দিন ব্যাপী বৈঠক। সবক’টি জেলার নেতৃত্বকেই বৈঠকে ডাকা হয়েছিল। এআইসিসির তরফে বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা গৌরব গগৈ নিজে বৈঠকে উপস্থিত ছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং রাজ্য স্তরের অন্য পদাধিকারীরাও ছিলেন। প্রাক্তন সভাপতি তথা প্রদেশ কংগ্রেসের প্রচার কমিটির বর্তমান চেয়ারম্যান অধীর চৌধুরী প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার বৈঠকে ছিলেন না। কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার বিকেলের দিকে তিনি দিল্লি থেকে কলকাতায় ফেরেন এবং বৈঠকে যোগ দেন। অধীর নিজে বৈঠকে ডাক পেয়েছিলেন ঠিকই, কিন্তু অধীর অনুগামী বেশ কিছু পদাধিকারী ডাক পাননি বলে কংগ্রেসের একাংশের দাবি।

কংগ্রেস সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীরের জায়গায় সোমেন মিত্র আসার পর থেকেই টানাপড়েন শুরু। বেছে বেছে অধীর অনুগামী নেতাদের বৈঠকে ডাকা হচ্ছে না বলে নিলয় প্রামাণিক বা অনুপম ঘোষদের দাবি। নিলয় প্রামাণিক প্রদেশ কংগ্রেসের সম্পাদক (সংগঠন) পদে রয়েছেন। আর অনুপম ঘোষ রয়েছেন প্রদেশ কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বে। দু’জনেই অধীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নিলয় বললেন, ‘‘আমি ইদানীং কোনও বৈঠকে ডাক পাই না। এই দু’দিন ব্যাপী বৈঠকেও আমার ডাক পাওয়ার কথা। কিন্তু কেউ কিছু জানাননি।’’ বুধবার প্রদেশ কংগ্রেস দফতরে সোশ্যাল মিডিয়া সেলেরও একটি বৈঠক হয়। কিন্তু সে বৈঠকে ডাক পাননি খোদ সেলের দায়িত্বে থাকা অনুপম ঘোষ। তা নিয়ে বুধবার সকাল থেকেই অধীর অনুগামীরা নানা মহলে হইচই শুরু করেন। বিকেলে বৈঠকে পৌঁছে অধীরও বুঝিয়ে দেন, তিনি বিষয়টাকে ভাল চোখে দেখছেন না।

আরও পড়ুন: না তৃণমূল, না বাম, একা লড়তে চায় কংগ্রেস, ইঙ্গিত দিয়ে দিলেন সোমেন

বিধান ভবন সূত্রের খবর, সোমেন মিত্রকে এ দিন অধীর চৌধুরী বলেন, ‘‘সোমেনদা আপনি জানেন কি না জানি না, অনেক পদাধিকারীকেই দলের বিভিন্ন বৈঠকে ডাকা হচ্ছে না। খোঁজ নিন।’’ অধীর যে বৈঠকে এ কথা বলেছেন, তা সোমেন মিত্রও পরে স্বীকার করেন। সোমেন বলেন, ‘‘আমি অধীরকে বলেছি, যাঁরা ডাক পাচ্ছেন না, তাঁদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন।’’

আরও পড়ুন: ‘স্বনামধন্য সংগঠক’ বলে খোঁচা, রথযাত্রার প্রস্তুতি বৈঠকে বিজেপির কোন্দল ফের প্রকাশ্যে

অধীর যে কথা এ দিনের বৈঠকে সোমেন মিত্রকে বলেছেন, তাতে অসন্তোষের সুর স্পষ্ট। তবে সোমেন সে প্রসঙ্গে কথা বাড়াতে চাননি। আনন্দবাজারকে সোমেন বলেন, ‘‘অধীর বলছিলেন যে, অনেকে বলছেন অধীর উপদল করছেন। কিন্তু সে কথা যেন আমি বিশ্বাস না করি। তিনি কোনও উপদল করছেন না। তিনি কংগ্রেসই করছেন। তাঁকে ডাকা হলে তিনি কর্মসূচিতে যোগ দেন। ডাকা না হলে যোগ দেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE