Advertisement
১৯ এপ্রিল ২০২৪
adhir ranjan chowdhury

মোদী সরকার অহংকার ও ঔদ্ধত্যের সরকার, দাবি অধীরের

অধীরের প্রশ্ন, ‘‘পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক একাধিক রাজ্য আন্দোলন চলছে। কৃষকদের সুবিধা করার নাম করে কৃষি আইন পাশ করা হলে কেন আজ আন্দোলন করছেন কৃষকেরা?’’

বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী— নিজস্ব চিত্র।

বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি অধীর চৌধুরী— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ১৯:৩৭
Share: Save:

কৃষিক্ষেত্রে সংস্কার সংক্রান্ত তিনটি বিতর্কিত আইনের উপর সুপ্রিম কোর্টের স্থগিতা দেশকে স্বাগত জানালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, ‘‘বিজেপি সরকার অহংকার ও ঔদ্ধত্যের সরকার। যখন কৃষি আইন অর্ডিন্যান্স (অধ্যাদেশ) আকারে নিয়ে আসা হয়েছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম। সাংসদেও আমরা প্রতিবাদ করেছি। বিজেপি তখন বলেছিল, কৃষকেরা খুশি! কৃষকরা যদি খুশি হতেন, তা হলে আন্দোলন কেন করছেন?’’

অধীরের প্রশ্ন, ‘‘পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক একাধিক রাজ্য আন্দোলন চলছে। কৃষকদের সুবিধা করার নাম করে কৃষি আইন পাশ করা হলে কেন আজ আন্দোলন করছেন কৃষকেরা? আজকে সুপ্রিম কোর্ট বলছে, সকলের মতামত নেওয়া হোক। যে বিষয়ে আইন সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কমিটি গঠন করা হোক। এই সরকারের কাছে আমরা এই আবেদনই করেছিলাম। কিন্তু এই কেন্দ্রীয় সরকার গোঁয়ার ও উদ্ধত সরকার। বিজেপি সরকার মনে করে, সংখ্যাগরিষ্ঠতা আছে তাই বিরোধীদের কথা মানা হবে না। কিছু কর্পোরেটকে খুশি করতে গিয়ে ভারতবর্ষের কৃষি ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। এটাই আমরা বারবার বলেছি। এখন দেখার, ওই কমিটির রূপরেখা কী হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে কি না।’’ কৃষকদের কথা না শুনলে কৃষকদের আন্দোলন থামবে না বলে জানান তিনি।

অধীরের অভিযোগ, গণতান্ত্রিক কায়দায় গণতন্ত্রকে হত্যা করছে কেন্দ্র। তাঁর মন্তব্য, ‘‘দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এমন একটা তন্ত্র চালিয়ে দেশ চালাচ্ছে যেখানে গণতন্ত্রকে সামনে রেখে গণতন্ত্রকে কবর দেওয়া হচ্ছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। কৃষকদের বলা হচ্ছে খলিস্তানি। এই সরকারের মত না মানলেই বলা হচ্ছে দেশদ্রোহী।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE