Advertisement
২০ এপ্রিল ২০২৪

পরীক্ষায় উতরে উচ্ছ্বাস

চা শ্রমিকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করে অন্য জেলাকে তা অনুসরণ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

সতর্কতা: টিলাবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছনোর মুখে প্রহরা। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর ঘটক

সতর্কতা: টিলাবাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌঁছনোর মুখে প্রহরা। মঙ্গলবার। ছবি: দীপঙ্কর ঘটক

নিজস্ব সংবাদদাতা
টিয়াবন শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৬:৩৭
Share: Save:

শুধু পাশ নম্বর নয়, মুখ্যমন্ত্রীর পরীক্ষায় ভালভাবেই উতরে গেল আলিপুরদুয়ার জেলা প্রশাসন৷ চা শ্রমিকদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ায় আলিপুরদুয়ার জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করে অন্য জেলাকে তা অনুসরণ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রশংসা শুনে উচ্ছ্বসিত প্রশাসনিক কর্তারা৷

সার্বিকভাবে জিততে না পারলেও গত পঞ্চায়েত নির্বাচনে চা বলয় ও আদিবাসী অধ্যুষিত কিছু এলাকা-সহ আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় তৃণমূলকে বেগ দিয়েছিল বিজেপি৷ বিজেপির এমন ফলাফলে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী৷ পদ হারাতে হয় একাধিক নেতাকে৷ দলের জেলা সভাপতি মোহন শর্মার উপর সংগঠনের দায়িত্ব দিয়ে জেলার চা বলয় ও জনজাতি অধ্যুষিত এলাকার মানুষ যাতে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা পান তা জুলাইয়ের প্রশাসনিক বৈঠকে দেখার দায়িত্ব জেলা প্রশাসনকে দেন মুখ্যমন্ত্রী৷

তারপরে বুধবার চালসার কাছে টিয়াবনে জলপাইগুড়ির সঙ্গে ফের একবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ এই বৈঠক আলিপুরদুয়ারের প্রশাসনিক কর্তাদের কাছে কার্যত অগ্নিপরীক্ষার সামিল ছিল৷ দুই বৈঠকের মাঝের সময়ে ‘আপনার বাগানে প্রশাসন’ কর্মসূচি নিয়ে জেলার ২৩টি বাগানে ৪২ হাজার মানুষের কাছে সরকারি বিভিন্ন সুবিধা পৌঁছে দেয় প্রশাসন৷ মুখ্যমন্ত্রীর কাছে সেই হিসেব দেওয়ার সঙ্গে প্রত্যন্ত এলাকায় গ্রামের মানুষও যাতে সেই সুবিধা পান সে জন্য ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ বলেও নতুন একটি কর্মসূচির কথা তাঁকে জানান প্রশাসনিক কর্তারা৷

এ দিনের বৈঠকে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল বলেন, “সরকারি এই সুবিধাগুলি পেয়ে মানুষ এতটাই খুশি যে মুখ্যমন্ত্রীকে তাঁরা আর মুখ্যমন্ত্রী, ম্যাডাম বা দিদি বলে ডাকছেন না৷ বরং মা বলে সম্বোধন করছেন৷’’ তাঁর নির্দেশে কাজের এই অগ্রগতিতে স্বাভাবিকভাবেই খুশি মুখ্যমন্ত্রীও৷ তিনি বলেন, “জেলাশাসকের কথা থেকেই পরিষ্কার আলিপুরদুয়ারে প্রশাসন ভালই সক্রিয়৷” তবে একই সঙ্গে বিডিও-দেরকেও এভাবেই মানুষের কাছে ছুটে যেতে বলেন৷ তাঁর কথায়, “আমি যদি বারবার এখানে মানুষের কাছে ছুটে আসতে পারি, তাহলে আপনারা পারবেন না কেন?” জলপাইগুড়িতেও প্রশাসন চা বলয়ে ছুটে যাচ্ছে শুনে আশ্বস্ত হন মুখ্যমন্ত্রী৷ বলেন, “শুনলাম আলিপুরদুয়ার জেলা প্রশাসনকে জলপাইগুড়িও অনুসরণ করছে৷ আমি চাই অন্য জেলাগুলিও তা করুক৷”

মুখ্যমন্ত্রীর এই প্রশংসায় স্বাভাবিকভাবেই খুশি আলিপুরদুয়ার প্রশাসন৷ বৈঠকেই জেলাশাসক বলেন, “মুখ্যমন্ত্রী আগামীদিনে যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই আমরা কাজ করব৷ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার বাগানে প্রশাসন কর্মসূচির প্রথম পর্যায়ের কাজ শেষ করব৷”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Alipurduar Mamata Banerjee District Administration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE