Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State News

তেল নিয়ে আশ্বাস অমিতের

যদিও অমিতের দাবি, ‘‘তেলের দামবৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকারের উচ্চস্তরে আলোচনা হচ্ছে। ২-৪ দিনের মধ্যে সরকার কোনও সমাধানসূত্র নিশ্চয়ই বার করবে।’’ 

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৩:৩১
Share: Save:

পেট্রল-ডিজেলের দাম নিয়ে মঙ্গলবার তেল সংস্থাগুলির সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর বিজেপি সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন, দু’-এক দিনের মধ্যেই চড়া দামের বিষয়ে সমাধানসূত্র বার করবে সরকার।

তবে এ দিনই তেলের দামবৃদ্ধির প্রতিবাদে ১৮ জুন রাজ্য জুড়ে ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি এবং ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি ওয়ার্কার্স ফেডারেশন। সে দিন ২২ হাজার ট্যাক্সি পথে নামবে না, দাবি সংগঠনের। ওই দিনই সারা রাজ্যে ৩ হাজার পেট্রল পাম্পে ধর্মঘট হবে, জানিয়েছে ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

কর্নাটকে ভোট মেটার পরে গত ৯ দিনে পেট্রল ও ডিজেলের দাম লিটারপিছু ২ টাকারও বেশি বেড়েছে। অভিযোগ, সরকার বিপুল পরিমাণ শুল্ক বসানোর ফলেই তেলের দাম আকাশ ছোঁয়া। কিন্তু শুল্ক কমানোর কোনও ইঙ্গিত কেন্দ্র এখনও দেয়নি। উল্টে ধর্মেন্দ্র এ দিন বলেন, চড়া দাম নিয়ে তেল সংস্থাগুলির কর্তাদের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি

যদিও অমিতের দাবি, ‘‘তেলের দামবৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সরকারের উচ্চস্তরে আলোচনা হচ্ছে। ২-৪ দিনের মধ্যে সরকার কোনও সমাধানসূত্র নিশ্চয়ই বার করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fuel Price Hike Amit Mitra Price Rise
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE