Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বদলি নিয়ে সরব অমিত

সোমবার বদলি হন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল। মঙ্গলবার কাঁথি সভামঞ্চ থেকে অমিত অভিযোগ করলেন, তৃণমূলের কথামতো এই সভা আয়োজনে বাধা না দেওয়াতেই বদলি করা হয়েছে তাঁকে।

আনন্দ মণ্ডল
কাঁথি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০৩:০৫
Share: Save:

জেলাশাসক বদলি হয়েছেন ২৪ ঘণ্টা আগে। জেলায় পা রেখে সেই সিদ্ধান্ত রাজনৈতিক বলে অভিযোগ করলেন অমিত শাহ।

সোমবার বদলি হন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল। মঙ্গলবার কাঁথি সভামঞ্চ থেকে অমিত অভিযোগ করলেন, তৃণমূলের কথামতো এই সভা আয়োজনে বাধা না দেওয়াতেই বদলি করা হয়েছে তাঁকে। অমিত অবশ্য ডিএম নয়, বলেছেন এডিএম বদলির কথা। তাঁর কথায়, ‘‘কাল মাঝরাতে এডিএমকে বদলি করেছেন। এ ভাবে বদলি করতে শুরু করলে একদিন বাংলায় আর কোনও ডিএম-ই থাকবে না।’’ বিজেপি জানিয়েছে, জেলাশাসক বদলির কথাই বুঝিয়েছেন অমিত।

নির্বাচন কমিশনের নির্দেশ, ২০১৭-র মে-র আগে কোনও জেলাশাসক সংশ্লিষ্ট জেলায় উপনির্বাচনের দায়িত্ব পালন করে থাকলে তিনি এ বার ভোটের দায়িত্বে থাকতে পারবেন না। রশ্মি ২০১৭-র মে মাসের আগে দক্ষিণ কাঁথি কেন্দ্রে উপনির্বাচনের দায়িত্ব সামলেছেন। তাই তাঁকে বদলি করা হয়েছে। তাঁর নতুন পদ শিল্প পরিকাঠামো নিগমের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর। নতুন জেলাশাসক পার্থ ঘোষ। মন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ‘‘অমিত জানেনই না এটা রুটিন বদলি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE