Advertisement
১৬ এপ্রিল ২০২৪
State News

অমিত শাহই সব বোঝাবেন: দিলীপ

আগামী রবিবার শহিদ মিনার ময়দানে সভা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই সভার বার্তা কী?

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৩
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিরোধীদের প্রচারের মোকাবিলা করতে কি রাজ্য বিজেপি ব্যর্থ? দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যে এমন জল্পনাই শুরু হয়েছে মঙ্গলবার।

আগামী রবিবার শহিদ মিনার ময়দানে সভা করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ওই সভার বার্তা কী? এই প্রশ্নের জবাবে দিলীপবাবু এ দিন বলেন, ‘‘বার্তা আমরা কেন দেব? বার্তা দেবেন অমিত শাহ। এ রাজ্যে অনেক উদ্বাস্তু আছেন। তাঁরা সিএএ তৈরির জন্য ওঁকে ধন্যবাদ জানাতে চান। আর বিরোধীরা সিএএ নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। উনিই যে হেতু আইনটা তৈরি করেছেন, তাই উনিই এসে সে বিষয়ে বলবেন।’’ দিলীপবাবুর এই মন্তব্যের পর রাজ্য বিজেপির একাংশ প্রশ্ন তুলছে, তা হলে কি বাড়িতে বাড়িতে এবং এলাকা ধরে ধরে প্রচার করেও সিএএ নিয়ে বিরোধীদের বক্তব্য খণ্ডন করতে পারেননি রাজ্য নেতৃত্ব? তাঁদের কথায় মানুষ আশ্বস্ত হননি বলেই কি এখন বার্তা দিতে ডেকে আনতে হচ্ছে খোদ শাহকে?

দিলীপবাবু এ দিন আরও জানান, রবিবার শাহের সভার মাঠ ছোট করা হচ্ছে। সেখানে হাজার পঞ্চাশেক বা এক লক্ষ লোক হতে পারে। দিলীপবাবু কথায়, ‘‘শুধু কলকাতা এবং তার লাগোয়া জেলাগুলি থেকে আমাদের কর্মী-সমর্থকেরা আসবেন। আমরা কাউকে আনব না। তাঁরা নিজেদের উদ্যোগে আসবেন।’’

আরও পড়ুন: আজ পূর্বে তৃণমূলের বৈঠকে টিম পিকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dilip Ghosh Amit Shah CAA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE