Advertisement
২০ এপ্রিল ২০২৪

সোনাদায় খাদে ওল্টালো প্রণব-মমতার কনভয়ের গাড়ি, দু’জনেই সুরক্ষিত

দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের একটি গাড়ি। শুক্রবার সকালের ঘটনা। সোনাদার কাছে একটি বাঁকে এই দুর্ঘটনাটি ঘটে।

সোনাদায় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

সোনাদায় ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ১২:২১
Share: Save:

দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়ের একটি গাড়ি। শুক্রবার সকালের ঘটনা। সোনাদার কাছে একটি বাঁকে এই দুর্ঘটনাটি ঘটে।

এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাজভবন থেকে প্রণবাবু এবং মমতার বন্দ্যাপাধ্যায়ের কনভয় বাগডোগরার উদ্দেশে রওনা হয়। সকাল থেকেই পাহাড়ে মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল। সঙ্গে কুয়াশাও ছিল। এ রকম একটা আবহাওয়ার মধ্যে রাজভবন থেকে কনভয় রওনা দিয়েছিল। কনভয়ের প্রথমের দিকে ছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর কনভয়ের চতুর্থ নম্বর গাড়িটি সোনাদায় একটি বাঁকের কাছে হঠাত্ই সোজা গিয়ে খাদের মধ্যে পড়ে যায়। এই গাড়িটির ঠিক পিছনেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির কনভয়। সামনেই একটা গাড়ি পড়ে যেতে দেখেন তাঁর এক নিরাপত্তা আধিকারিক। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানান। তত্ক্ষণাত্ কনভয় থামিয়ে দিয়ে মমতা নেমে পড়েন। কনভয়ের ওই গাড়িতে চালক-সহ মোট ৬ জন নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বাকি তিনজনকে উদ্ধার করা হয়। আহতদের মধ্যে রয়েছেন একজন আইপিএস দীপশঙ্কর রুদ্র। এপি সিংহ, চিফ সিকিউরিটি, লিয়াঁজ অফিসার। তাঁকে রাষ্ট্রপতির বিমানে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। বাকি আহতরা হলেন, এস আই এস কে বিশ্বাস, দার্জিলিং পুলিশ, কলকাতার এস এস ইউ এর চালক গৌতম সেন ও এস আই পীযূষ। পুরো উদ্ধারকাজই মমতার তত্ত্বাবধানে হয় এবং তা খুব দ্রুত হয়।

আরও খবর...

জিটিএ রেখে কী হবে, বললেন ক্ষুব্ধ গুরুঙ্গ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE