Advertisement
১৭ এপ্রিল ২০২৪
ANM

এএনএম-প্রতিবাদ

অভিযোগ, নার্সের মর্যাদা না দিয়েই এএনএম নার্সদের নিয়ে কোভিড মোকাবিলায় নানা কাজ করিয়ে নেওয়া হচ্ছে।

এএনএম নার্সদের স্বাস্থ্য ভবন অভিযান। নিজস্ব চিত্র।

এএনএম নার্সদের স্বাস্থ্য ভবন অভিযান। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ০৪:৩২
Share: Save:

নার্সের মর্যাদা, উপযুক্ত বেতন কাঠামো, ক্যাডার ও গ্রেডেশন-সহ বেশ কিছু দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করল এএনএম নার্সদের জয়েন্ট ফোরাম। তাদের অভিযোগ, নার্সের মর্যাদা না দিয়েই এএনএম নার্সদের নিয়ে কোভিড মোকাবিলায় নানা কাজ করিয়ে নেওয়া হচ্ছে। ডেপুটি স্বাস্থ্য সচিবের কাছে নিজেদের দাবি-দাওয়া ফের জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, আগে বারবার স্বাস্থ্য আধিকারিকদের এই বিষয়ে জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফোরামের সম্পাদিকা মার্থা রানি ঘোষ শুক্রবার ফের হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যার সমাধান না হলে দীর্ঘ সময়ের কর্মবিরতি, রিপোর্ট রিটার্ন বন্ধ করার মতো পদক্ষেপের দিকে যেতে তাঁরা বাধ্য হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ANM Coronavirus in West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE