Advertisement
২০ এপ্রিল ২০২৪

জমি কাড়লে মার, নিদান অনুব্রতর

সোমবার বোলপুর ডাকবাংলো মাঠে ছিল বোলপুর বিধানসভার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। বোলপুর বিধানসভা এলাকায় লোকসভা ভোটে কোন অঞ্চলে দল কতটা পিছিয়ে, কোন অঞ্চল কতটা এগিয়ে রয়েছে, তা নিয়ে এ দিন পর্যালোচনা করা হয়।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বোলপুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ ০০:১১
Share: Save:

কর্মী সম্মেলনে দলের কিছু নেতার বিরুদ্ধে গরিবদের জমি ‘বেআইনি’ ভাবে বিক্রি করে দেওয়ার অভিযোগ পেয়ে খেপে গেলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। গরিবের জমি বিক্রি করলে বেধড়ক মারের নিদানও দিলেন। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক ছড়াল।

সোমবার বোলপুর ডাকবাংলো মাঠে ছিল বোলপুর বিধানসভার বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। বোলপুর বিধানসভা এলাকায় লোকসভা ভোটে কোন অঞ্চলে দল কতটা পিছিয়ে, কোন অঞ্চল কতটা এগিয়ে রয়েছে, তা নিয়ে এ দিন পর্যালোচনা করা হয়। এক এক করে ব্লক ও অঞ্চলের নেতাদের থেকে সে বিষয়ে জানাতে চান অনুব্রত। সেই সময়ই রূপপুর পঞ্চায়েতের এক তৃণমূল নেতা জেলা সভাপতির কাছে অভিযোগ করেন, গরিবদের নামে পড়ে থাকা জমি দলেরই কিছু নেতা চুপিসারে বিক্রি করে দিচ্ছেন। এটা শুনেই অনুব্রত মন্তব্য করেন, যারা এই কাজ করছে তাদের ‘বেধড়ককা মার’। এর পরেই বলেন, ‘‘গরিবদের জমি কোনও ভাবেই কাড়া হবে না। যারা এই ধরনের কাজ করছে, তাদের

বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে আমার কাছে আসতে বলো। মুখের কথায় মানব না। থানায় অভিযোগ জানাতে হবে।’’

যে যে অঞ্চলে লোকসভায় খারাপ ফল হয়েছে, সেই এলাকার নেতাদের এ দিন ধমকও দিয়েছেন জেলা সভাপতি। তিনি বলেন, ‘‘যারা গ্রুপ করে দলবাজি করবেন, তাদের দল করতে হবে না।’’ লোকসভা নির্বাচনে বোলপুর পুরসভার অধিকাংশ ওয়ার্ডে হারের কারণ পুরপ্রধানের কাছে জানতে চান অনুব্রত। বোলপুরের পুরপ্রধান সুশান্ত ভকত বলেন, ‘‘লোকসভা ভোটের সময় লোকের মাথায় মোদীর ভূত চেপেছিল। এখন তা নেমে গিয়েছে। এখন ভোট হলে আমরা শহর এলাকায় ১৫-১৬ হাজার ভোটের লিড দেব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC Anubrata Mondal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE