Advertisement
২০ এপ্রিল ২০২৪
Examination

পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট এড়াতে আর্জি

উত্তরপত্র স্ক্যান করে ই-মেল বা হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে কলেজে। এ ভাবে না-পারলে কলেজে গিয়ে জমা দিতে হবে। মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানান, প্রতিটি বিষয়ের জন্য আলাদা ই-মেল আইডি তৈরি করে পরীক্ষার্থীদের জানানো হয়েছে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৪:১১
Share: Save:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত সিমেস্টার ও চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে কাল, বৃহস্পতিবার। পরীক্ষা চলাকালীন যাতে বিদ্যুৎ-বিভ্রাট না-হয়, সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে সেটা দেখতে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার তিনি এই বিষয়ে টুইট করেন।১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে ওই পরীক্ষা নিতে হবে। ফল বেরোবে ৩১ অক্টোবরের মধ্যে। ইউজিসি-র নির্দেশ, পড়ুয়ারা বাড়িতে পরীক্ষা দিতে সময় পাবেন দু’ঘণ্টা। প্রশ্নপত্র ডাউনলোড এবং উত্তরপত্র জমা দিতে মিলবে আধ ঘণ্টা। উত্তরপত্র স্ক্যান করে ই-মেল বা হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে কলেজে। এ ভাবে না-পারলে কলেজে গিয়ে জমা দিতে হবে। মণীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ মন্টুরাম সামন্ত জানান, প্রতিটি বিষয়ের জন্য আলাদা ই-মেল আইডি তৈরি করে পরীক্ষার্থীদের জানানো হয়েছে। গড়িয়া দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের অধ্যক্ষ সোমনাথ মুখোপাধ্যায় জানান, পোর্টালে কী ভাবে দ্রুত উত্তরপত্র আপলোড করতে হবে, তার মহড়া দেওয়া হয়েছে। নামখানার শিবানী মণ্ডল মহাবিদ্যালয়ের দয়ালচাঁদ সর্দার জানান, অফলাইনে কেউ পরীক্ষা দিতে চান কি না, পরীক্ষার্থীদের কাছে তা জানতে চেয়েছিলেন। সাড়া মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Online Examination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE