Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ফের বিধানসভার অধিবেশন এ মাসেই

বিধানসভার অধিবেশনের দিন বছরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছচ্ছে না বলে প্রায়শই বিতর্ক হয়। তবে বারেবারে বিক্ষিপ্ত ভাবে অধিবেশন বসানো নিয়ে প্রশ্ন আছে বিরোধীদের।

বিধানসভা ভবন।

বিধানসভা ভবন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৯ ০৩:৫৬
Share: Save:

চলতি মাসেই ফের বসছে বিধানসভার অধিবেশন। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, অধিবেশন শুরু হতে পারে আগামী ২৬ অগস্ট। বিধানসভা সূত্রের খবর, অধিবেশন চলতে পারে সপ্তাহদুয়েক। বেশ কয়েকটি বিল পাশ করানোর জন্যই এই অধিবেশন ডাকা হচ্ছে বলে শাসক শিবির সূত্রের ইঙ্গিত। তবে বিলের খবর এখনও পর্যন্ত সরকারি ভাবে বিধানসভার সচিবালয়ে পৌঁছয়নি। বর্ধিত বাজেট অধিবেশন শেষ হয়েছিল ১১ জুলাই। স্বরাষ্ট্র, সংখ্যালঘু উন্নয়ন বা ভূমি ও ভূমি সংস্কারের মতো গুরুত্বপূর্ণ দফতরের বাজেট আলোচনা ছাড়াই গিলোটিনে তুলে দেওয়ায় তখন প্রতিবাদে সরব হয়েছিল বিরোধীরা। বিধানসভার অধিবেশনের দিন বছরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছচ্ছে না বলে প্রায়শই বিতর্ক হয়। তবে বারেবারে বিক্ষিপ্ত ভাবে অধিবেশন বসানো নিয়ে প্রশ্ন আছে বিরোধীদের। এ বারের বাদল অধিবেশনে জোট বেঁধেই বিরোধিতার প্রস্তুতি নিচ্ছে বাম ও কংগ্রেস পরিষদীয় দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna TMC Legislative Assembly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE