Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

কেশপুরে চাষের জমিতে বাজ পড়ে দম্পতি-সহ মৃত তিন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নিজেদের জমিতে ধান রোয়ার কাজ করছিলেন অদ্বৈত দাস (৫০) ও তাঁর স্ত্রী জবারানি দাস (৪১)। তাঁদের ছেলে সুকদেব দাস (২৬) পাওয়ার টিলার চালাচ্ছিলেন। পাশেই অন্য একটি জমিতে কাজ করছিলেন ফণীন্দ্রনাথ দে (৫৫) নামে অন্য এক চাষি। সেই সময় বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই বাজ পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার জন।

কেশপুরে বাজ পড়ে দম্পতি সহ তিন জনের মৃত্যু। —ফাইল ছবি

কেশপুরে বাজ পড়ে দম্পতি সহ তিন জনের মৃত্যু। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১৮:৩৮
Share: Save:

মাঠে কাজ করার সময় বাজ পড়ে এক কৃষক দম্পতি-সহ তিন জনের মৃত্যু হল। গুরুতর আহত ওই দম্পতির ছেলেও। তিনি স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের বাহারচক এলাকায় এই ঘটনা ঘটেছে। বাজ পড়ে আহত চার জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে নিজেদের জমিতে ধান রোয়ার কাজ করছিলেন অদ্বৈত দাস (৫০) ও তাঁর স্ত্রী জবারানি দাস (৪১)। তাঁদের ছেলে সুকদেব দাস (২৬) পাওয়ার টিলার চালাচ্ছিলেন। পাশেই অন্য একটি জমিতে কাজ করছিলেন ফণীন্দ্রনাথ দে (৫৫) নামে অন্য এক চাষি। সেই সময় বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই বাজ পড়ে ওই এলাকায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চার জন।

আশপাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা তাঁদের কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই দাস দম্পতি এবং ফণীন্দ্রনাথবাবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সুকদেববাবুকে কেশপুর গ্রামীণ হাসপাতাল থেকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সুকদেববাবুর অবস্থা গুরুতর। তাঁর চিকিৎসা চলছে।

আরও পডু়ন: সোমনাথ চট্টোপাধ্যায় ভেন্টিলেশনেই, শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক

আরও পড়ুন: অমিত শাহের সভার পরই দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর, আগুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lightning Death Couple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE