Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পরীক্ষায় বসতে এ বার হাজিরা বাধ্যতামূলক

অধীনস্থ কলেজগুলিতে ‘ইউজিসি’র  নির্দেশ মতো ‘চয়েস বেসড ক্রেডিট সিস্টেম’ (সিবিসিএস) চালু হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা 
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৬:০০
Share: Save:

ষাট শতাংশ হাজিরা না থাকলে পরীক্ষায় বসতে দেবে না কলকাতা বিশ্ববিদ্যালয়। হাজিরার উপরে নির্ভর করে পড়ুয়ারা নম্বরও পাবেন।

এ দিনের বৈঠকে সহ উপাচার্য (শিক্ষা) দীপক কর জানিয়ে দিয়েছেন, হাজিরাতে বরাদ্দ থাকবে ১০ শতাংশ নম্বর। ৬০ শতাংশ হাজিরা না থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। যে পড়ুয়ার হাজিরা ৬০ শতাংশের কম থাকবে তিনি এ ক্ষেত্রে শূন্য পাবেন। ৬০ থেকে ৭৫ শতাংশের মধ্যে হাজিরায় দেওয়া হবে ৬ নম্বর। ৭৫ থেকে ৯০ শতাংশের মধ্যে হাজিরা থাকলে প্রাপ্য ৮। ৯০ শতাংশ অথবা তার বেশি হাজিরা থাকলে পড়ুয়া পাবেন পুরো ১০ নম্বর।

অধীনস্থ কলেজগুলিতে ‘ইউজিসি’র নির্দেশ মতো ‘চয়েস বেসড ক্রেডিট সিস্টেম’ (সিবিসিএস) চালু হয়েছে। সিবিসিএস-এ বহু বছরের বার্ষিক পরীক্ষার নিয়ম ভেঙে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা বিষয়টি কী ভাবে বাস্তবায়িত হবে তা আলোচনার জন্য অধীনস্থ কলেজের অধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসেছিলেন।

এ দিন দীপক বাবু জানিয়েছেন, প্রথম, তৃতীয় সেমেস্টারের মতো ‘অড’ সেমেস্টারের ফল প্রকাশ করা হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। আর দ্বিতীয়, চতুর্থ সেমেস্টারের মতো ‘ইভেন’ সেমেস্টারের ফল প্রকাশ করা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। প্রসঙ্গত, এই বিশ্ববিদ্যালয়ে (সিবিসিএস) বাণিজ্য বিভাগে চালু হয়েছে আগেই। এই বিভাগের দ্বিতীয় সেমেস্টারের ফল এখনও প্রকাশ করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুধু বাণিজ্য নয়, এ বার এর সঙ্গে কলা এবং বিজ্ঞান বিভাগ ও যুক্ত হবে। দীপকবাবু এ দিন বলেন, ‘‘প্রযুক্তি-নির্ভর পদ্ধতিতে যে ভাবে পরীক্ষার গোটা প্রক্রিয়া হবে, নম্বর জমা দেওয়া হবে তাতে দেরির কোনও প্রশ্নই থাকবে না।’’

এ দিন জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৩০% নম্বর পেতে হবে। এ ক্ষেত্রে প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল, অভ্যন্তরীণ মূল্যায়ন- সব ক্ষেত্রেই ৩০ শতাংশ নম্বর পেতেই হবে। কোনও সেমেস্টারে অনার্স পত্রে ৩০% নম্বর না-পেলে পরের সেমেস্টারে বসা যাবে। তবে শেষে মোট ৪০% নম্বর অনার্সের ক্ষেত্রে পেতেই হবে। অভ্যন্তরীণ পরীক্ষার জন্য প্রতি সেমেস্টারে প্রতি পত্রে থাকছে ১০% নম্বর। অনার্সে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ-এর (সিজিপিএ ) ১০-এর মধ্যে ৪ পেতেই হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Attendance Exam Calcutta University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE