Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রাজ্যের পরিষেবা ছাড়ার ঘোষণা মন্ত্রী বাবুলের

বাবুল জানিয়ে দিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সরকারি গাড়ি, পুলিশের পাইলট বা সরকারি অতিথিশালা— রাজ্য সরকারের দেওয়া কোনও সুযোগ-সুবিধাই তিনি নেবেন না।

বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৫:৫৪
Share: Save:

পুরুলিয়ায় অমিত শাহের সভার দিন যানজটে আটকে পড়ার ঘটনার জেরে জেলা প্রশাসনের সঙ্গে বচসা বেধেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ের। পরের দিনই বাবুল জানিয়ে দিলেন, কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সরকারি গাড়ি, পুলিশের পাইলট বা সরকারি অতিথিশালা— রাজ্য সরকারের দেওয়া কোনও সুযোগ-সুবিধাই তিনি নেবেন না। টুইটে শুক্রবার বাবুল বলেছেন, ‘‘আমার সফরসূচি আর রাজ্য প্রশাসনকে পাঠানো হবে না। তৃণমূলের সরকার তাদের মতো চলবে। আমি বিজেপির সদস্য হিসেবে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে কাজ করে যাব। সুযোগ-সুবিধা নেব না, এর জন্য কোনও তিক্ত অনুভূতি নেই।’’ বাবুলের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক অলকেশপ্রসাদ রায়। তিনি এ দিন বলেন, ‘‘আমাকে জোর করে গাড়ি থেকে নামানো হয়েছে, অভব্য আচরণ করা হয়েছে। পুরো বিষয়টি রাজ্য সরকারকে লিখিত ভাবে জানিয়েছি।’’ শাহের সভায় যাওয়ার পথে যানজটে আটকে বৃহস্পতিবার রাস্তায় জেলাশাসককে দেখে কথা বলতে গিয়েছিলেন বাবুল। কথোপকথন মোবাইলে ভিডিয়ো রেকর্ডও করেন। সেখানে বাবুলকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমিই তো আপনাকে গাড়ি থেকে নামালাম।’’ বিজেপি নেতা ও মন্ত্রীর আচরণের সমালোচনা করে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য, ‘‘দিলীপ ঘোষ যে ভাবে বলেছেন টিকি বাঁধা আছে, তার মানে কি সারা দেশেই ওঁরা ভয়ের রাজত্ব চালাচ্ছেন? ওঁর জেনে রাখা উচিত, রাজ্যের অফিসার রাজ্যের নির্দেশই মানবেন। অন্য কারও নির্দেশ মানতে তাঁরা বাধ্য নন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE