Advertisement
২৪ এপ্রিল ২০২৪

‘ষড়যন্ত্রী’ পার্থকেই ফোন বৈশাখীর

বৃহস্পতিবার বৈশাখী জানান, এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৯ ০৪:৫৯
Share: Save:

এক দিন আগে যাঁকে ‘চক্রান্তকারী’ বলেছিলেন, আজ শুক্রবার সেই শিক্ষামন্ত্রীরই শরণাপন্ন হওয়ার কথা বললেন কলকাতার একটি কলেজের ভারপ্রাপ্ত শিক্ষিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার বৈশাখী জানান, এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তার পরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, আজ, শুক্রবার পার্থবাবুর কাছে গিয়ে কলেজের এক শিক্ষিকার বিরুদ্ধে তাঁর যাবতীয় অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করবেন এবং নিজের পদত্যাগপত্রও জমা দেবেন। বৈশাখী যে ফোন করেছিলেন, তা স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী। তাঁর কথায়, ‘‘ফোন করেছিলেন। বলেছি, কোনও অভিযোগ থাকলে তা এসে দিতে পারেন।’’

বুধবার এই পার্থবাবুকেই ‘চক্রান্তকারী’ বলে অভিযোগ করে বৈশাখী বলেছিলেন, কলেজের শিক্ষিকা শাবিনা ওমর তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করছেন, তা পার্থবাবুর মদতেই হচ্ছে। এই ‘অসম’ লড়াই তিনি আর লড়তে পারছেন না বলেই রাজ্যপাল অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে পদত্যাগপত্র দেবেন। কারণ তিনি নিরপেক্ষ। রাজভবন সূত্রে বুধবারই জানানো হয়েছিল, কেন তিনি দেখা করতে চান, তা লিখিত ভাবে জানাতে হবে। এ দিন বৈশাখী বলেন, ‘‘পার্থবাবুর সঙ্গে দেখা করে রাজ্যপালের কাছে যাব। রাজ্যপাল এখন ব্যস্ত। সময় দিলে যাব।’’

শাবিনা এ দিনও জানান, বৈশাখীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ আছে তাঁর কাছে। প্রয়োজনে তা পেশ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE