Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অফিসে ঢুকে বিডিও-কে মার, অভিযুক্ত কংগ্রেস

ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে ব্লক অফিসে ঢুকে বিডিও-কে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলার বিডিও স্বপ্নজিৎ সাহাকে চেয়ারের ভাঙা পায়া দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। তবে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, ত্রাণ নিয়ে তর্কাতর্কির সময়ে পেপার-ওয়েট ছুড়ে ডলি বিশ্বাস নামে এক বৃদ্ধার মাথা ফাটিয়েদেন বিডিও। তার পরে বিক্ষোভকারী মহিলাদের একাংশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। দিনের শেষে বিডিও এবং ডলিদেবী কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

নিজস্ব সংবাদদাতা
লালগোলা শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৫ ০৩:০৩
Share: Save:

ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখাতে ব্লক অফিসে ঢুকে বিডিও-কে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলার বিডিও স্বপ্নজিৎ সাহাকে চেয়ারের ভাঙা পায়া দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। তবে মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের দাবি, ত্রাণ নিয়ে তর্কাতর্কির সময়ে পেপার-ওয়েট ছুড়ে ডলি বিশ্বাস নামে এক বৃদ্ধার মাথা ফাটিয়েদেন বিডিও। তার পরে বিক্ষোভকারী মহিলাদের একাংশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। দিনের শেষে বিডিও এবং ডলিদেবী কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

বানভাসিদের জন্য পর্যাপ্ত ত্রাণের দাবিতে এ দিন মুর্শিদাবাদের ২৬টি ব্লক অফিসের সামনেই বিক্ষোভ-সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল কংগ্রেসের। স্থানীয় সূত্রের খবর, এ দিন বেলা আড়াইটে নাগাদ লালগোলা ব্লক অফিসের সামনের সমাবেশ থেকে বাহাদুরপুর পঞ্চায়েতের বাসিন্দা কয়েকজন মহিলা ব্লক অফিসে ঢুকে পড়েন। পঞ্চায়েতের অনুমোদন করা আবেদনপত্র বিডিও-র সামনে এগিয়ে দিয়ে ত্রাণ-সাহায্যের ত্রিপল দাবি করেন তাঁরা। বাহাদুরপুর পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান দয়ারানি হালদারের দাবি, ‘‘ওই মহিলারা পরিচারিকার কাজ করে সংসার চালান। দুর্যোগের জেরে করুণ দশা ওঁদের ঘরের। ত্রিপলের জন্য ওঁরা এর আগেও বিডিও-র কাছে দরবার করেছেন। তার পরেও বিডিও এ দিন ভাঙা ঘরের প্রমাণ হিসেবে ওঁদের ছবি তুলে এনে দেখাতে বলেন।’’

প্রশাসন সূত্রের দাবি, এর পরেই বচসা বাধে। লালবাগ মহকুমা কংগ্রেস সভাপতি তথা লালগোলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুজাউদ্দিনের নেতৃত্বে কিছু কংগ্রেস সমর্থক বিডিও-র ঘরে ঢুকে আসবাব, টেবিল-চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ। হামলা হয় বিডিও-র উপরে। বিডিও এ ব্যাপারে মন্তব্য করতে চাননি।

তবে জেলাশাসক ওয়াই রত্নাকর রাওয়ের দাবি, বিনা প্ররোচনায় বিডিও-কে মারধর করা হয়েছে। আধিকারিককে মার, সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় সুজাউদ্দিন-সহ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার সি সুধাকর বলেন, ‘‘তদন্ত শুরু হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।’’ অভিযোগ মানতে চাননি কংগ্রেস নেতা সুজাউদ্দিন। তাঁর দাবি, ‘‘ত্রিপল না দিয়ে কয়েকদিন ধরে হয়রানি করায় কিছু দুঃস্থ মহিলা বিডিও-র উপরে অসন্তুষ্ট ছিলেন। এ দিনও ত্রিপল না দিয়ে বিডিও ওঁদের হয়রান করেন। বচসা বাধে। তাঁর মধ্যে বিডিও পেপার-ওয়েট ছুড়ে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দিলে অন্য মহিলাদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।’’

হাসপাতাল সূত্রে খবর বিডিও-র কানের কাছে চোট লেগেছে। সারা শরীরে ব্যথাও রয়েছে। মাথায় তিনটি সেলাই পড়েছে ডলি বিশ্বাসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘কোনও প্রশাসকের গায়ে যদি হাত দেওয়া হয়ে থাকে, তবে দল তা সমর্থন করে না। কিন্তু, প্রশাসককে আক্রমণের নামে যদি কোথাও ষড়যন্ত্র করা হয়, তা হলে দল তার প্রতিবাদে আন্দোলনে নামবে।’’

বন্যা-দুর্গতদের ত্রাণ বিলিতে শাসক দল রাজনীতি করছে, বেছে বেছে দলীয় কর্মী-সমর্থকদের ত্রাণ বিলি করছে এই অভিযোগে আগামী মঙ্গলবার রাজ্যের সব জেলার জেলাশাসকের দফতর ঘেরাও করার কথা রয়েছে কংগ্রেসের। দেশের ১২টি রাজ্যে খাদ্য সুরক্ষা বিল চালু হলেও কেন এ রাজ্যে তা প্রয়োগ করা হচ্ছে না, সে দিন সে প্রশ্নও তুলবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BDO Lalgola congress murshidabad c sudhakar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE