Advertisement
২৬ এপ্রিল ২০২৪

‘কেন রাজনৈতিক কথা আচার্যের?’, ‘বিস্মিত’ শিক্ষক মহল

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বহু রাজনৈতিক মতামত দেন এবং মন্ত্রীদের তীব্র ভাষায় আক্রমণ করেন।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০৪:০২
Share: Save:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে গিয়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনখড় রাজনৈতিক মন্তব্য করায় ‘বিস্মিত’ শিক্ষক মহল। এমন ঘটনা ‘অভূতপূর্ব’ বলেই তাদের মত।

শুক্রবার যাদবপুরে কোর্টের বৈঠকে রাজ্যপাল সভাপতিত্ব করেন। তাঁর সঙ্গে ছাত্র প্রতিনিধিরাও দেখা করেন। এর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যপাল বহু রাজনৈতিক মতামত দেন এবং মন্ত্রীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। এ প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নাম সরাসরিই তোলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান এবং কোর্ট সদস্য ওমপ্রকাশ মিশ্র এ দিন এ প্রসঙ্গে বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের কমিটি রুমে কোর্টের বৈঠকের শেষে উনি সাংবাদিকদের সামনে যে ভাবে রাজনৈতিক মতামত জানিয়েছেন, তা কখনওই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের গরিমা এতে আজ নষ্ট হল।’’ যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, ‘‘আজ রাজ্যপাল যা করেছেন, তা অভূতপূর্ব! বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে সভাপতিত্ব করতে তিনি এসেছিলেন। এর পর সেই বৈঠকস্থলে দাঁড়িয়েই একের পর এক রাজনৈতিক মন্তব্য করেছেন। এ ঘটনা অতীতে ঘটেনি। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হল।’’ যাদবপুরে কোর্টের সদস্য তথা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘ওয়েবকুটার’ সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য বলেন, ‘‘রাজ্যপাল যদি বিশ্ববিদ্যালয়ের বিষয়েই আরও বেশি কিছু বলতেন, তা হলে বিষয়টি শোভন হত, ভালও লাগত। তিনি যে ভাবে রাজনৈতিক মন্তব্য করেছেন, তা কখনওই কাঙ্ক্ষিত নয়।’’

তবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘‘যা বলার, যাদবপুর কর্তৃপক্ষই বলবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jagdeep Dhankhar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE