Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পড়ুয়া নিগ্রহে বিক্ষোভের ছাত্র-গর্জন সারা বাংলায়

রবিবার জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি পীড়নের খবর ছড়িয়ে পড়ার পরে রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদবপুর ও সল্টলেকের দুই ক্যাম্পাসেই প্রতিবাদ মিছিল করেন।

জামিয়ায় পুলিশি তাণ্ডবের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। ছবি: দেশকল্যাণ চৌধুরী

জামিয়ায় পুলিশি তাণ্ডবের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। ছবি: দেশকল্যাণ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ ০৩:৩৭
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় এবং জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে পুলিশি আক্রমণের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় মিছিল বার করেন। শান্তিনিকেতনে বিশ্বভারতীর পড়ুয়াদের মিছিলে ছিলেন অনেক শিক্ষক-শিক্ষিকাও।

রবিবার জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি পীড়নের খবর ছড়িয়ে পড়ার পরে রাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদবপুর ও সল্টলেকের দুই ক্যাম্পাসেই প্রতিবাদ মিছিল করেন। মাঝরাতে নিউ টাউনের নারকেলবাগান মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। সোমবার সকালে আলিয়া এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা আবার চিংড়িহাটা মোড়ের কাছে জড়ো হন। পুলিশ জানিয়েছে, অশান্তি এড়াতে পড়ুয়াদের থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদের মিছিল বেরিয়ে লেক গার্ডেন্স পর্যন্ত যায়। সেই মিছিলে ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট-সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। যাদবপুর থানা থেকে মিছিল যায় ৮বি টার্মিনাসের কাছে। বিক্ষোভকারীরা সেখানেই বসে পড়েন। মিছিলের অন্যতম উদ্যোক্তা, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বিদায়ী ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অভীক দাস বলেন, ‘‘দিকে দিকে ছাত্রছাত্রীদের উপরে অত্যাচার না-থামলে আমরা এই অবস্থান থেকে উঠব না।’’ রাত পর্যন্ত অবস্থান চলে। সন্ধ্যায় একই দাবিতে যাদবপুরের এসএফআই-সমর্থকেরা আলাদা মিছিল বার করেন। বিকেলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীরা মিছিল করেন জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপরে পুলিশি আক্রমণের প্রতিবাদে।

আরও পড়ুন: আন্দোলন থামাতে স্বতঃপ্রণোদিত ভাবে শিক্ষাঙ্গনে ঢুকতে নিষেধ পুলিশকে

দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল হয় কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তাতে দুপুর থেকে বার বার অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট। বেলা ২টো নাগাদ প্রেসিডেন্সির পড়ুয়ারা ক্যাম্পাসে মিছিল করেন। সায়ন চক্রবর্তী নামে প্রেসিডেন্সির এক ছাত্র বলেন, ‘‘আমরা চাই, সব বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এর বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ করুন।’’ কারমাইকেল হস্টেল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ দেখান আবাসিকেরা।

পথে-প্রতিবাদে: দিল্লির জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপরে পুলিশি আগ্রাসন এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রেসিডেন্সি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ কলেজ স্কোয়ারে। সোমবার। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য।

ওই মিছিলের কিছু ক্ষণের মধ্যে প্রেসিডেন্সির সামনে একই কারণে বিক্ষোভ অবস্থানে বসে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন। ওই সংগঠনের সদস্যেরা জানান, জামিয়া মিলিয়া ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপরে পুলিশি আক্রমণের প্রতিবাদে সকলের একসঙ্গে থাকা জরুরি। তাঁরা মানববন্ধন করে একজোট হবেন।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বেলা সাড়ে ৩টে নাগাদ বিক্ষোভ দেখায় ছাত্র সংগঠন ডিএসও। বিকেল ৪টেয় একই জায়গায় বিক্ষোভ মিছিল করে এসএফআই।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (কুটা) বিকেলে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে প্রতিবাদ সভা করে। কুটা-র সদস্যেরা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। বিকেলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক দল পড়ুয়া মিছিল করে প্রেসিডেন্সির সামনে পৌঁছন। সন্ধ্যায় প্রেসিডেন্সির পড়ুয়া ফের মিছিল করে কলেজ স্ট্রিট মোড়ে যান। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন ওই মোড়ে বিক্ষোভ দেখায়। এর ফলে সন্ধ্যায় কিছু ক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে কলেজ স্ট্রিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jamia Millia Islamia Violence Delhi Police Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE