Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আইনশৃঙ্খলা উদ্বেগজনক: কেন্দ্রীয় মন্ত্রী

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। সরকারি কর্মসূচিতে শুক্রবার কলকাতায় আসেন আহির। তার শেষে বিজেপি-র রাজ্য দফতরে গিয়ে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক।

হংসরাজ গঙ্গারাম আহির

হংসরাজ গঙ্গারাম আহির

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০৫:২৮
Share: Save:

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ গঙ্গারাম আহির। সরকারি কর্মসূচিতে শুক্রবার কলকাতায় আসেন আহির। তার শেষে বিজেপি-র রাজ্য দফতরে গিয়ে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। ভোটে হিংসার অর্থ গণতন্ত্রের সামনে চ্যালেঞ্জ।’’ তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য আহিরের বক্তব্য উড়িয়ে দিয়ে বলেন, ‘‘আগে ১০ টাকার নোট, ১০০ টাকার নোট বলত! এখন দেখছি, নয়া পয়সাও চিৎকার করছে! উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাতের আইনশৃঙ্খলা চোখে দেখতে পান না?’’

কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজেপি নেতৃত্ব রাজ্যের আট জন আইপিএস অফিসারের বিরুদ্ধে তৃণমূলের স্তাবকতার অভিযোগ জানান। পঞ্চায়েত ভোটের হিংসা, পুরুলিয়ার বলরামপুরে দলের তিন কর্মীর অস্বাভাবিক মৃত্যু-সহ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আহিরের কাছে এক গুচ্ছ অভিযোগ করেন তাঁরা। দলীয় সূত্রের দাবি, আহির বিষয়টি যথাযোগ্য জায়গায় জানানোর আশ্বাস দেন। পরে বলেন, ‘‘আইএএস ও আইপিএস অফিসারদের প্রতি পরামর্শ, তাঁরা নিরপেক্ষ ও কঠোর ভাবে দায়িত্ব পালন করুন। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সরকারের দায়িত্ব তা ঠিক রাখা।’’ পার্থবাবুর জবাব, ‘‘আর কত ভাবে নিরপেক্ষ আধিকারিকদের ভয় দেখাবেন? এ ভাবে কি সংবিধানকে আঙুল দেখানো হচ্ছে না? ধৈর্য, সহিষ্ণুতার মধ্য দিয়ে রাজ্য এগোচ্ছে। এখানে প্রশাসন এবং জনগণের মধ্যে ঐক্য আছে। ভয় দেখিয়ে সেটা ভাঙতে চাইছেন ওঁরা।’’ বলরামপুর-কাণ্ডের নিন্দা করে আহির জানান, প্রয়োজনে তিনি বলরামপুরে গিয়ে মৃত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন। তিনি কি মন্ত্রী হিসাবে আইনশৃঙ্খলা নিয়ে দলের রাজ্য দফতরে বৈঠক করলেন? আহিরের জবাব, ‘‘সংগঠন মন্ত্রী তৈরি করে। সংগঠনের লোক হিসাবেই এসেছি। হিংসা নিয়ে তথ্য আগেই সংবাদমাধ্যম থেকে জেনেছি। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও রিপোর্ট পেয়েছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE