Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State News

মহেশতলায় উপনির্বাচন আজ

ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিপিএমের হয়ে লড়ছেন দক্ষিণ ২৪ পরগনার তরুণ নেতা প্রভাত চৌধুরী। আর বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস সুজিত ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৩:৫৪
Share: Save:

পঞ্চায়েত ভোটের রেশ মিটতে না মিটতেই আজ, সোমবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রমজানের জন্য ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ফল ঘোষণা হবে ৩১ মে।

ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সিপিএমের হয়ে লড়ছেন দক্ষিণ ২৪ পরগনার তরুণ নেতা প্রভাত চৌধুরী। আর বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস সুজিত ঘোষ। পঞ্চায়েত ভোটের ধারা মেনে উপনির্বাচনেও তাঁরা সহজ জয় পাবেন বলে তৃণমূল নেতৃত্ব আশাবাদী। সংশ্লিষ্ট সব মহলের কৌতূহল মূলত কে দ্বিতীয় স্থান পাবে, তা নিয়েই। গত বার বিধানসভা ভোটে সিপিএম দ্বিতীয় হয়েছিল এবং তাদের সঙ্গে তৃতীয় বিজেপির ব্যবধান ছিল অনেকটা। মহেশতলায় সংখ্যালঘু ভোটের অনুপাতও গুরুত্বপূর্ণ। তবে রাজ্যে সাম্প্রতিক সব নির্বাচনে তৃণমূলের পরে দ্বিতীয় শক্তি হিসেবে যে ভাবে বিজেপির উত্থান ঘটছে, সেই প্রেক্ষিতেই মহেশতলায় দ্বিতীয় স্থানের লড়াই জমে উঠতে পারে।

বিরোধীদের প্রথম প্রশ্ন সুষ্ঠু ও অবাধ ভোট হওয়া নিয়েই। তৃণমূল প্রার্থী দুলালবাবু অবশ্যে বলেছেন, কোথাও বুথ দখল বা অনিয়মের অভিযোগ পেলে তিনি নিজেই গিয়ে থামাবেন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ওই কেন্দ্রের মোট ২৮৩টি বুথের মধ্যে ১৫০টিতে সরাসরি নজরদারি থাকবে কমিশনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Elections 2018 Maheshtala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE