Advertisement
২৫ এপ্রিল ২০২৪
West Bengal News

মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মিছিল থেকে অভিযোগ লকেটের

মেয়ো রোডের মুখে গাঁধীমূর্তির পাদদেশ থেকে এ দিন শুরু হয় বিজেপি মহিলা মোর্চার মিছিল। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতাকেও এ দিনের মিছিলে দেখা গিয়েছে।

জওহরলাল নেহরু রোড ধরে এগোচ্ছে বিজেপি মহিলা মোর্চার মিছিল। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

জওহরলাল নেহরু রোড ধরে এগোচ্ছে বিজেপি মহিলা মোর্চার মিছিল। রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৮ ১৯:৫২
Share: Save:

মামলা ঝুলে। তাই এখনও স্থগিত নির্বাচন। কিন্তু বিজেপি থেমে নেই। নির্বাচনী সন্ত্রাস এবং মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে পথে নামল মহিলা মোর্চা। সংগঠনের রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় নেতৃত্ব দিলেন মিছিলে। কাঠুয়া কাণ্ডে ইচ্ছাকৃত ধর্মীয় রং লাগানোর চেষ্টা হচ্ছে বলেও বুধবারের মিছিল থেকে অভিযোগ করলেন লকেট।

মেয়ো রোডের মুখে গাঁধীমূর্তির পাদদেশ থেকে এ দিন শুরু হয় বিজেপি মহিলা মোর্চার মিছিল। মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতাকেও এ দিনের মিছিলে দেখা গিয়েছে।

বিকেল ৪টে নাগাদ মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় চিত্তরঞ্জন অ্যাভিনিউতে সর্দার বল্লভভাই পটেলের মূর্তির পাদদেশে গিয়ে। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, তাঁদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে— অভিযোগ করেন লকেট।

জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় যে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, তাতে ধর্মীয় রং লাগানোর চেষ্টা চলছে বলে লকেট এ দিন অভিযোগ করেন। তিনি বলেন, ‘‘জম্মু-কাশ্মীরে আমরা সবাই আসিফার পাশে রয়েছি। কিন্তু শুধু আসিফা-ই কেন? এ রাজ্যের নানা প্রান্তে যাঁরা ধর্ষিত হচ্ছেন, তাঁদের কথা কেন বলা হচ্ছে না? এ রাজ্যের শাসক দল আসিফার জন্য মোমবাতি মিছিল করেছে। কিন্তু কামদুনিতে, বীরভূমে, রায়গঞ্জে, শিলিগুড়িতে যাঁরা ধর্ষিত বা নির্যাতিত হয়েছেন, তাঁদের জন্য এঁরা মোমবাতি মিছিল করেন না।’’

তৃণমূল অবশ্য এ সব অভিযোগকে গুরুত্বই দিচ্ছে না। আসিফা কাণ্ডে ধর্মের রং লাগানোর চেষ্টা হচ্ছে বা বিরোধী দলগুলির মহিলা কর্মীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে— এই সব অভিযোগকেই ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে শাসক দলের তরফে। তৃণমূল নেতৃত্বের কথায়, এ সব অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমরা।

আরও পড়ুন: আজও ঝুলে রইল পঞ্চায়েত মামলা, আগামিকাল ফের শুনানি

আরও পড়ুন: সংঘর্ষ বন্ধে সক্রিয় সিংহ

বিজেপি মহিলা মোর্চার মিছিলকে ঘিরে এ দিন পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলের উপরে নজরদারি চালিয়েছে কলকাতা পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE