Advertisement
২৪ এপ্রিল ২০২৪

সমাধানের পথে ভাঙড়ের সমস্যা

তিনি বলেন, ‘‘ওখানে পাওয়ার গ্রিড নয়, একটা সাব-স্টেশন তৈরি করা হবে। সরকার এখন অনেক নমনীয়। আমাদের শর্তগুলিও বিবেচনা করছে।’’

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ভাঙড় শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ০৪:৩১
Share: Save:

ভাঙড়ের পাওয়ার গ্রিড সমস্যার সমাধানে আরও এক ধাপ এগোল প্রশাসন। মঙ্গলবার গ্রিড-বিরোধী আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনার পরে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের দাবি, জট অনেকটাই কেটেছে। একই দাবি করেন নকশাল নেতা অলীক চক্রবর্তী। তিনি বলেন, ‘‘ওখানে পাওয়ার গ্রিড নয়, একটা সাব-স্টেশন তৈরি করা হবে। সরকার এখন অনেক নমনীয়। আমাদের শর্তগুলিও বিবেচনা করছে।’’

পাওয়ার গ্রিডের বদলে সাব স্টেশন কী ভাবে হবে, তা নিয়ে অবশ্য কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের এক কর্তার কথায়, ‘পাওয়ার গ্রিড’ প্রকল্পকে পরিবর্তন করে ‘সাব-স্টেশন’ করার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, পাওয়ার গ্রিড নয়, ওখানে একটি ‘আঞ্চলিক বিদ্যুৎ সাব-স্টেশন’ তৈরি করা হবে বলে ঘোষণা করা হোক। তা হলেই আন্দোলনকারীরা আর কাজে বাধা দেবেন না বলে প্রশাসনকে জানিয়েছেন। প্রশাসন ওই শর্ত বিবেচনা করার আশ্বাস দিয়েছে বলে আন্দোলনকারীদের দাবি। এটাকে ‘আন্দোলনের জয়’ বলেও মনে করছেন অলীকরা।

তবে জেলা প্রশাসনের এক কর্তা জানান, পাওয়ার গ্রিড ও সাব-স্টেশনের অনেক ফারাক রয়েছে। তাঁর কথায়, ‘‘সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সঙ্গে গ্রিডের সংযোগ থাকে। সাধারণত গ্রিডে হাই ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু সাব-স্টেশনে গ্রিড থেকে পাওয়া বিদ্যুতের শক্তি কমিয়ে তা তারের মাধ্যমে নানা এলাকায় সরবরাহ করা হয়। পাওয়ার গ্রিড প্রকল্পকে কী করে সাব-স্টেশনে পরিবর্তিত করা হবে, তার ব্যাখ্যা এ দিন দিতে পারেননি জেলা প্রশাসনের কর্তারা।

এ দিনের বৈঠকে কাশীপুরের নতুনহাটে গ্রামের উন্নয়নের প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। ওই সব এলাকায় রাস্তা ও নিকাশির উন্নয়নের বিষয়ে জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। এক কর্তার কথায়, ‘‘আন্দোলকারীরা এক রকম চাপ সৃষ্টি করে নিজেদের এলাকার উন্নয়ন ও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করে গিয়েছেন। ওই সব এলাকায় রাস্তা সংস্কার, নিকাশি খালপথ সংস্কার নিয়েও বিশেষ প্যাকেজের দাবি জানিয়েছেন তাঁরা।’’ প্রশাসনের একটি সূত্র জানাচ্ছে, পাওয়ার গ্রিড প্রকল্পের তার যে সব এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই সব জমির ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। প্রশাসনের এক কর্তা বলেন, ‘‘আন্দোলনকারীরা সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।’’ ওই দাবি রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী বৈঠকে চূড়ান্ত করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অন্য দিকে, এ দিনই দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে বিদ্যুতের সাব স্টেশনের পরীক্ষামূলক সূচনা হয়েছে। জমি-জট কাটিয়ে উঠে প্রকল্পের কাজ শেষ হওয়ায় প্রশাসন খুশি। কিছু দিনের মধ্যেই সাব স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানিয়েছেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhangar power grid ভাঙড়
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE