Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশকে মামলার হুঁশিয়ারি বিকাশের, আলিপুরদুয়ারে

মদ-জুয়ার প্রতিবাদ করায় গত ৩০ অক্টোবর সোনাপুরে শিক্ষক রুপন দাসকে মারধরের পাশাপাশি বন্দুকের বাট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে৷

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷—ফাইল চিত্র।

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
আলিপুরদুয়ার শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০১:৩৬
Share: Save:

প্রতিবাদী শিক্ষক রুপন দাসের গ্রেফতারের ঘটনায় আলিপুরদুয়ার জেলা পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি দিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ রবিবার আলিপুরদুয়ার চৌপথিতে ওই শিক্ষকের গ্রেফতারের প্রতিবাদে পথসভা করেন বিকাশবাবু৷ সেখান থেকেই আলিপুরদুয়ার জেলা পুলিশকে এই হুঁশিয়ারী দেন তিনি৷

মদ-জুয়ার প্রতিবাদ করায় গত ৩০ অক্টোবর সোনাপুরে শিক্ষক রুপন দাসকে মারধরের পাশাপাশি বন্দুকের বাট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে৷ শুধু তাই নয়, মারধরে জ্ঞান হারিয়ে ফেলা রুপনের সামনে তারা বন্দুকটি ফেলে রাখে বলেও অভিযোগ৷ আর তার জেরেই দুষ্কৃতীদের বদলে হাসপাতালে ভর্তি রুপনকেই পুলিশ গ্রেফতার করে৷ যার জেরে প্রতিবাদে সরব হয় বিভিন্ন মহল৷ রুপনের মুক্তির দাবিতেও সরব হয় তারা। তবে এখনও পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতেই রয়েছেন রুপন৷

রবিবার ওই ঘটনার প্রতিবাদে আলিপুরদুয়ার চৌপথিতে পথসভার ডাক দেয় একটি মঞ্চ৷ সেখানে মূল বক্তা ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ সভা থেকেই আলিপুরদুয়ার জেলা পুলিশের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি৷ বলেন, ‘‘শাসক দলের কথায় পুলিশ মিথ্যা মামলায় রুপনকে গ্রেফতার করেছে৷ আমি পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে চলেছি৷ সেখানেই সমস্ত প্রমাণ হয়ে যাবে।’’ সভায় উপস্থিতি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের রুপনের মুক্তির দাবিতে লাগাতার থানা ঘেরাও-সহ আন্দোলন করে যাওয়ার আহ্বানও জানান বিকাশবাবু৷

রুপন গ্রেফতার পর থেকেই তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তির পরিবেশ তৈরির অভিযোগ তুলেছিলেন শাসকদল তৃণমূলের নেতারা৷ এ দিনও তাঁদের সুর পাল্টায়নি৷ তবে একইসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি মোহন শর্মা বলেন, ‘‘গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনও বিষয় নিয়ে আদালতে মমলা করতেই পারেন৷ তবে এ ক্ষেত্রে মামলা হলে মামলাকারীরই মুখ পুড়বে৷’’ আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদবের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি৷

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bikash Ranjan Bhattacharya Police Arrest Teacher
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE