Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিশ্ব বাংলার লোগো ভেঙে পড়ল দিঘায়

এখানে বেড়াতে এসেছেন অথচ বিশ্ববাংলা উদ্যানে লোগোর সামনে দাঁড়িয়ে ছবি, নিজস্ব তোলেননি এমন পর্যটক মেলা ভার।

পতন: পুরনো দিঘায় ঝড়ে ভেঙে পড়া বিশ্ব বাংলার লোগো। —নিজস্ব চিত্র।

পতন: পুরনো দিঘায় ঝড়ে ভেঙে পড়া বিশ্ব বাংলার লোগো। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দিঘা শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ০২:৪৫
Share: Save:

প্রবল ঝোড়ে বাতাসে ওল্ড দিঘার বিশ্ববাংলা উদ্যানের বিশ্ব বাংলা লোগো দেওয়া গ্লোবটি রবিবার ভেঙে পড়েছে।

দিঘাকে সুন্দর করে সাজিয়ে তুলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামত কয়েক বছর ধরেই সৌন্দর্যায়নের কাজ চলছে। তারই অঙ্গ হিসাবে পুরনো দিঘায় একটি পার্ক তৈরি করে বসানো হয়েছিল বিশ্ব বাংলার লোগো। চারপাশ সুন্দর করে সাজানো, রাতে বিশ্ব বাংলার লোগোয় নানা রঙের আলোর ছটায় পরনো দিঘার ওই এলাকা মোহময় হয়ে উঠত বলে পর্যটক থেকে স্থানীয় দোকানদার সকলেরই অভিমত। বিশ্ববাংলার ওই গ্লোব দিঘার সৌন্দর্যায়নের প্রতীক হয়ে উঠেছিল। সোশ্যাল মিডিয়া থেকে পর্যটকদের মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। পর্যটকদের কাছে দিঘায় অন্যতম দেখার জিনিস হয়ে উঠেছিল বিশ্ব বাংলার গ্লোব। এখানে বেড়াতে এসেছেন অথচ বিশ্ববাংলা উদ্যানে লোগোর সামনে দাঁড়িয়ে ছবি, নিজস্ব তোলেননি এমন পর্যটক মেলা ভার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লোহার স্তম্ভের উপর বিশ্ব বাংলার লোগোটি লাগানো ছিল। গ্লোবের চারদিকে রয়েছে ফোয়ারা। রবিবার সকাল ১০টা নাগাদ প্বল ঝোড়ো হাওয়ার দাপটে উদ্যানের ওই গ্লোবটি ভেঙে উল্টে পড়ে। গত কয়েকদিন ধরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে দমকা বৃষ্টির পূর্বাভাস ছিল আবহাওয়া দফতরের। এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। তার উপর নাগাড়ে ঝিরঝিরে বৃষ্টিতে বিশ্ববাংলার উদ্যানে পর্যটক তেমন ছিল না। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বিশ্ব বাংলার ওই লোহার দণ্ডে মরচে পড়েছিল। সম্ভবত সেই কারণেই সেটি ভেঙে পড়েছে।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি শিশির অধিকারী বলেন, “যত শীঘ্র সম্ভব বিশ্ব বাংলার লোগো দেওয়া ওই গ্লোবটি মেরামত করা হবে। লোহার দন্ডটি এমন ভাবে করা হবে যাতে সহজে আর ভেঙে না পড়ে।’’

মেঘলা আবহাওয়ায় দিঘায় জলোচ্ছ্বাস দেখার জন্য সপ্তাহান্তে পর্যটকের সংখ্যা নেহাত কম নয়। ঝোড়ো হাওয়ার দাপটে উত্তাল সমুদ্রের ঢেউ গার্ড‌ওয়াল পর্যন্ত চলে আসছে। তার জন্য বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রে নামার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সমুদ্র এই রূপ দেখার লোভ সামলাতে না পেরে বহু পর্যটক ভিড় করছেন সৈকতে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, “প্রবল ঝোড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল। তাই আমরা ওল্ড দিঘায় স্নান বন্ধ রেখেছি। পর্যটকদের এনিয়ে সতর্কও করা হচ্ছে।’’

কলকাতার বেহালা থেকে পরিবার নিয়ে বেড়াতে এসেছেন সোমনাথ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘এমন পরিবেশে সমুদ্রের রূপ দেখতেই আসা। আগেও এখান এসে সন্ধের সময় বিশ্ব বাংলা উদ্যোনে। এই জায়গাটা বাচ্চারা খুব পছন্দ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে গ্লোবটা ভেঙে পড়লে হলে কী আর করা যাবে? আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাড়াতাড়ি এটা সারিয়ে ফেলবেন।’’

ঝোড়ো হাওয়ার দাপটে য়ে শুধু বিশ্ব বাংলার গ্লোব ভেঙেছে তাই নয়, দিঘার সায়েন্স সিটির কাছে এদিন ঝড়ে গাছ ভেঙে এক বাইক আরোহী জখম হন। দিঘা থেকে বাড়ি ফিরছিলেন ওড়িশার ভোগরাইয়ের বাসিন্দা শেখ মনসুর নামে ওই যুবক। দুমড়ে যায় বাইকটি। স্থানীয় বাসিন্দার তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পুলিশ বাইকটি উদ্ধার করে সেই যুবকের বাড়িতে খবর দেয়। আহত শেখ মনসুর ওড়িশার ভোগরাইয়ের বাসিন্দা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Biswa Bangla logo Digha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE