Advertisement
২৫ এপ্রিল ২০২৪
BJP

মন্দিরবাজারে বিজেপি নেতাকে কুপিয়ে খুন, অভিযোগ তৃণমূলের দিকে

ধনুরহাটে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর থেকেই তাঁকে খুনের ষড়যন্ত্র করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্দিরবাজার থানায় এই অভিযোগ করেছেন মৃত বিজেপি নেতার স্ত্রী সুজাতা সরদার।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ১৬:৫৪
Share: Save:

শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারের বিজেপি নেতা শক্তিপদ সরদার। বাড়ির কাছে আসতেই কয়েকজন দুষ্কৃতী ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপ মারে তাঁকে। চিৎকার শুনে আশপাশের লোক এগিয়ে এলে বোমা মেরে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে নিয়ে যান। শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক দেখে ডায়মন্ডহারবার হাসপাতালের চিকিৎসকেরা শক্তিপদবাবুকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। কলকাতায় নিয়ে আসার পথে ডায়মন্ডহারবার রোডের আমতলার কাছেই মারা যান এই বিজেপি নেতা।

মৃত বিজেপি নেতার পরিবারের দাবি, তৃণমূলের মদতেই হয়েছে এই খুন। দক্ষিণ ২৪ পরগণার মন্দিরবাজারে ধনুরহাট মণ্ডল কমিটির সম্পাদক ছিলেন এই বিজেপি নেতা। পঞ্চায়েত নির্বাচনের কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এলাকায় ভাল সংগঠক হিসেবে পরিচিতি ছিল তাঁর। ধনুরহাটে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করার পর থেকেই তাঁকে খুনের ষড়যন্ত্র করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মন্দিরবাজার থানায় এই অভিযোগ করেছেন মৃত বিজেপি নেতার স্ত্রী সুজাতা সরদার।

মারা যাওয়ার আগে শক্তিপদবাবু তৃণমূলের ষড়যন্ত্রকারীদের নাম বলে গিয়েছেন বলেও দাবি করেছেন স্ত্রী। তাঁর আশঙ্কা, রাজনৈতিক প্রতিহিংসার বলি হতে পারেন পরিবারের অন্যান্য সদস্যরাও। তাই দোষীদের শাস্তির পাশাপাশি পুলিশের কাছে পরিবারের নিরাপত্তার দাবিও করেছেন খুন হওয়া বিজেপি নেতার স্ত্রী।

আরও পড়ুন: এ বার সেন্ট স্টিফেন্সেও মমতার অনুষ্ঠান বাতিল, বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE