Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সন্তোষ রানার কাছে বিজেপি

আনন্দ পুরস্কার প্রাপ্ত প্রবীণ নকশাল নেতা সন্তোষ রানার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০৪:৪৪
Share: Save:

দলের সম্পর্ক অভিযান কর্মসূচিতে নেমে সম্প্রতি আনন্দ পুরস্কার প্রাপ্ত প্রবীণ নকশাল নেতা সন্তোষ রানার বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকারের চার বছরের কর্মকাণ্ডের প্রচারমূলক একটি বই রবিবার সন্তোষবাবুকে উপহার দেন তিনি। শমীকবাবু পরে জানান, দেশে বর্তমান বিজেপি জমানায় বহুত্বের সংস্কৃতি এবং গণতন্ত্র আক্রান্ত হচ্ছে বলে সন্তোষবাবু তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছে। সন্তোষবাবু পরে বলেন, ‘‘আমি শমীকবাবুকে বলেছি, তাঁর দলের হাতে গত চার বছর ধরে ভারতে বিবিধতার সংস্কৃতি বিপন্ন হয়ে পড়েছে।’’ এ দিন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন শমীকবাবু। সম্পর্ক অভিযানের অংশ হিসাবে শনিবার ওই বিজেপি নেতা দেখা করেছিলেন তিন নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, চন্দন সেন এবং দেবশঙ্কর হালদারের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Santosh Rana Samik Bhattacharya BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE