Advertisement
২৫ এপ্রিল ২০২৪
BJP

থানায় দাবিপত্রে বাধা, গ্রেফতার সৌমিত্র-অর্জুন

সৌমিত্রের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের কর্মীদের উপরে লাঠি চালিয়েছে।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান এবং সাংসদ অর্জুন সিংহ। —ফাইল চিত্র।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান এবং সাংসদ অর্জুন সিংহ। —ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৮ জুন ২০২০ ০২:১১
Share: Save:

গড়িয়ার শ্মশানে মৃতদেহের প্রতি ‘অসম্মানে’র প্রতিবাদে বুধবার থানায় চিঠি দিতে গিয়ে গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খান, সাংসদ অর্জুন সিংহ, যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক তাপস ঘোষ প্রমুখ। ঊষা মোড় থেকে মিছিল করে বাঁশদ্রোণী থানায় প্রতিবাদপত্র দিতে যাওয়ার পথে পুলিশ তাঁদের আটকায়। সেখানে দু’পক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। সৌমিত্রের আরও অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় তাঁদের কর্মীদের উপরে লাঠি চালিয়েছে। ঘটনাস্থল থেকে বিজেপির নেতা-কর্মীদের গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। ঠাকুরপুকুরেও একই বিষয়ে থানায় দাবিপত্র দেওয়ার কর্মসূচি থেকে বিজেপির যুব নেতা-কর্মীরা গ্রেফতার হন। তাদেরও নিয়ে যাওয়া হয় লালবাজারে। পুলিশ সূত্রে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচির অনুমতি ছিল না বলে মিছিল থেকে নেতা-কর্মীদের আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Arjun Singh Soumitra Khan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE