Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বরকতির বিরুদ্ধে পথে নেমে মার খেল বিজেপি

তৃণমূল নেতৃত্ব তাদের ফুলটস বল দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই বল মেরে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করল বিজেপি!

পুলিশ ভ্যানে তোলা হচ্ছে লকেটকে। ছবি: স্বাতী চক্রবর্তী।

পুলিশ ভ্যানে তোলা হচ্ছে লকেটকে। ছবি: স্বাতী চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৮
Share: Save:

তৃণমূল নেতৃত্ব তাদের ফুলটস বল দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই বল মেরে মাঠের বাইরে পাঠানোর চেষ্টা করল বিজেপি!

তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি এবং মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লাকে পাশে বসিয়ে সোমবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পাথর মেরে বাংলা ছাড়া করার ফতোয়া দেন টিপু সুলতান মসজিদের ইমাম নুরুর রহমান বরকতি। তার জবাবে দিলীপবাবু-সহ বিজেপি-র রাজ্য নেতৃত্ব বলেন, এটা পাকিস্তান বা বাংলাদেশ নয়। ওই বাগ্‌যুদ্ধকে এ দিন রাস্তায় টেনে এনেছে বিজেপি। বস্তুত, তাদের ইচ্ছে ছিল, বরকতি এবং তাঁর অনুগামীদের সঙ্গে একেবারে সম্মুখ সমরে নামার। যে কারণে এ দিন দলের রাজ্য দফতর থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত মিছিলের ডাক দেয় তারা। কিন্তু মেডিক্যাল কলেজের মোড়ে ব্যারিকেড করে পুলিশ বিজেপি-র মিছিল আটকে দেয়। দলীয় কর্মীরা পরে যোগাযোগ ভবনের কাছে সর্দার বল্লভভাই পটেলের মূর্তি পর্যন্ত মিছিল করার অনুমতি চান। কিন্তু তা-ও পাননি। প্রতিবাদে লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক স্বাধীন সরকার প্রমুখ মেডিক্যাল কলেজের মোড়ে রাস্তায় বসে পড়েন। পুলিশ ওই দু’জন-সহ ৪৬ জনকে গ্রেফতার করে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Locket Chatterjee Maulana Nurur Rahman Barkati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE