Advertisement
১৯ এপ্রিল ২০২৪
State news

রথযাত্রা মামলায় সোমবার সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

শনিবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী-র সঙ্গে আলোচনার পর বিষয়টিতে সিলমোহর দিয়েছেন খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ২১:২৯
Share: Save:

ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল শুক্রবারই। বিজেপির রথযাত্রা কর্মসূচি নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিল রাজ্য বিজেপি। কিন্তু এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শনিবার পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী-র সঙ্গে আলোচনার পর বিষয়টিতে সিলমোহর দিয়েছেন খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে।

পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও কর্মসূচি নিয়ে চলতে থাকা আইনি অচলাবস্থা পর্যালোচনায় শনিবার কৈলাস বিজয়বর্গীর সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। সেখানেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সেই সিদ্ধান্তের কথা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতাদের জানিয়ে দেওয়ার নির্দেশও দেন অমিত, এমনটাই জানা গিয়েছে বিজেপি সূত্রে।

এর পর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয় রাজ্য বিজেপি নেতৃত্বকে। বিকেলে বীরভূমের একটি জনসভায় তাঁরা যে রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্ট যাচ্ছেন ,সেই কথা ঘোষণা করে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও।

আরও পড়ুন: কেউ মারেনি, এমনিই মারা গিয়েছেন সোহরাবুদ্দিন, বিচারপতি লোয়া, কটাক্ষ রাহুলের

শুরু থেকেই বিজেপির তরফে এই মামলা দেখভাল করছিলেন রাজ্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তাঁকে রবিবারই নয়াদিল্লিতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে মনে করা হচ্ছিল, শীর্ষ আদালতের অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানি হবে। কিন্তু সেই পরিস্থিতি বদলেছে। আপাতত সোমবার প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলা করা হবে বলে ঠিক করা হয়েছে। সে ক্ষেত্রে তিনি এই মামলা শুনানির জন্য পাঠিয়ে দিতে পারেন অবসরকালীন বেঞ্চে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE