Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাঙালি মন পেতে তৎপর গেরুয়া মঞ্চ

দলীয় সূত্রের ব্যাখ্যা, অ-বিজেপি বিশিষ্টদের যাতে ওই সভায় যোগ দিতে অস্বস্তি না হয়, তার জন্যই দলের ব্যানারের বাইরে ‘সেভ বেঙ্গল’ নামে একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের ছাতার তলায় অনুষ্ঠানটির ডাক দেওয়া হচ্ছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ০৪:০৪
Share: Save:

লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের বাঙালি বিদ্বৎসমাজ এবং বিশিষ্ট পেশাদারদের কাছে টানতে সক্রিয়তা বাড়াচ্ছে বিজেপি। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী ২৪ নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি আলোচনাসভার আয়োজন করেছে বিজেপি প্রভাবিত ‘সেভ বেঙ্গল’ নামে একটি সংগঠন। দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে এবং বিদেশে প্রবাসী বাঙালিদের ওই সভায় যোগ দেওয়ার কথা। সেখানে বক্তা হিসাবে আমন্ত্রণ করা হয়েছে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে।

দলীয় সূত্রের ব্যাখ্যা, অ-বিজেপি বিশিষ্টদের যাতে ওই সভায় যোগ দিতে অস্বস্তি না হয়, তার জন্যই দলের ব্যানারের বাইরে ‘সেভ বেঙ্গল’ নামে একটি ‘অরাজনৈতিক’ সংগঠনের ছাতার তলায় অনুষ্ঠানটির ডাক দেওয়া হচ্ছে। বিজেপির একাংশের মতে, প্রবাসী বাঙালিদের যে আত্মীয়-পরিজনেরা বাংলায় থাকেন, ওই সভার মধ্য দিয়ে তাঁদের কাছে পৌঁছতে চাইছে দল। তাৎপর্যপূর্ণ হল, বাংলায় বিজেপি যে এখনও যথেষ্ট ‘বাঙালি’ হয়ে উঠতে পারেনি, তা নিয়ে অতি সম্প্রতি দলের অন্দরে ক্ষোভ প্রকাশ করেছেন দলীয় বিদ্বজ্জনেদেরই কেউ কেউ।

উদ্যোক্তা সংগঠনের নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘ভোট অবশ্যই একটা লক্ষ্য। কিন্তু ওই অনুষ্ঠানের ওটাই একমাত্র লক্ষ্য নয়। শিক্ষা, স্বাস্থ্য, গণতন্ত্র, আইন-শৃঙ্খলা, নারীর অধিকার— এই সব প্রশ্নে বাংলার হৃত গৌরব যাঁরা ফেরাতে চান, তাঁদের আর ঘরে বসে হা-হুতাশ করলে চলবে না! এ বার কাজে নামার সময়। সেই উদ্দেশ্যেই এই সভা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Bengali Inteligentsia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE