Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ডেঙ্গি ও পার্শ্ব শিক্ষক নিয়ে আলোচনা চায় বিজেপি

বিজেপির প্রাক্তন পরিষদীয় নেতা তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে গিয়েছেন।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৩:৩২
Share: Save:

রাজ্যে ডেঙ্গির প্রকোপ এবং পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ নিয়ে বিধানসভার চলতি অধিবেশনে বেসরকারি প্রস্তাব আনতে চায় বিজেপি। সোমবার তাদের পরিষদীয় দলের বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। বিজেপির পরিষদীয় নেতা মনোজ টিগ্গা, সচেতক স্বাধীন সরকার এবং বিধায়ক আশিস বিশ্বাস, শুভ্রাংশু রায়, সুনীল সিংহ ও দুলাল বর ওই বৈঠকে ছিলেন। তাঁদের মধ্যে তিন জন শুভ্রাংশু, সুনীল এবং দুলাল তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। বিজেপির প্রাক্তন পরিষদীয় নেতা তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ লোকসভা ভোটে জিতে সাংসদ হয়ে গিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলকে বিধানসভার গত অধিবেশনে বিশেষ সক্রিয় হতে দেখা যায়নি। সে দিক থেকে এ বার বেসরকারি প্রস্তাব আনতে চাওয়া বিধানসভা অধিবেশনে বিজেপির পরিষদীয় দলের প্রথম তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP Assembly Dengue Para Teachers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE